কলোনি লাইফ এ ডাব চুরি , সে এক মজার ও অ্যাডভেঞ্ছারাস অভিজ্ঞতা। এরকম এক রমাজানের দিন আমাদের বাসায় (BH/1) আসলো আমার জেঠাতো ভাই (মেজ জ্যাঠার ছেলে)। এসে কলোনি দেখে উনি তো বেজায় খুশি। রাতে তারাবির নামায পড়বেন বলে আমাকে নিয়ে বাসা থেকে বের হলেন। বের হয়ে বললেন "তোদের কলোনিতে এতো এতো নারকেল গাছ। তোদের তো হেভি মজা।" আমি কিছু বুজলাম না। সিঁড়ি দিয়ে নামার সময় বললেন, "ডাব খাবি?" আমি এতক্কখনে বুজলাম ওনার খুসির কারন।
আমি বললাম "এখানে তো সবার নামে নারকেল গাছ আছে। আমাদের ও আছে।" উনি বললেন "আরে তোদের গাছ থেকে কে খেতে চাচ্ছে। ওই গাছ থেকে খাব" ওটা মনে হয় জলিদের গাছ ছিল। একেবারে সিঁড়ির পাসে। আমি বললাম ধরা খেলে খবর আছে। উনি বললেন চিন্তা করিস না। আমাকে সিঁড়িতে পাহারায় রেখে উনি চললেন গাছে উঠতে। গ্রামের ছেলে তো ভীষণ এক্সপার্ট। তরতর করে গাছে উঠে গেলেন। উঠে তো চিন্তায় পড়ে গেলেন, কোনটা রেখে কোনটা খাবেন।ভেবে চিনতে একটা ডাব নিলেন। কিন্তু নিচে ফেলতে পারচেন না।
