আতিক ভাইয়ের পোস্ট আর অনেক গুলা বাংলা গান comments পড়ে পুরনো কিছু সৃতি মনে পড়ে গেল।
স্পার্ক এর বেজ গিটারিস্ট শাহজাহান ভাইয়ের সাথে মেডিকেলে এক শো তে দেখা, উনারা গেছেন বেবি নাজনিনের সাথে বাজাতে আর আমি মেডিকেলের বন্ধুদের সাথে লোকাল প্রোগ্রামের পারফর্মার হিসেবে। তখন সবেমাত্র 1st year এ পরি। প্রগ্রামের পর পরই উনি প্রস্তাব দিলেন উনাদের টিমে বাজানোর, ওনাদের তখনকার প্লেয়ার উন্নত ধান্দার খোঁজে ঢাকা প্রবাসী। আমিতো বেহুঁশ, সব বাঘা বাঘা মিউজিসিয়ান, বাবার বয়সী লোক, একটু নারভাস, যা হোক, শুরু করে দিলাম মিউজিক লাইফ, প্রথম শো engineer’s institution. শিল্পী তপন চৌধুরী-শাকিলা জাফর। তারপরদিন পেপারে ছবি, আমিতো পুরা হিরো। এভাবে চলছে বেশ কয়েক মাস, তখন “আতিক হাসান” নামে একটা শিল্পী উঠেছিল মাধবী নামের এক গান দিয়ে পুরা হিট, ফটিকছড়ির সোনা রফিকের বাড়িতে এক বিশাল গায়ে হলুদের শো তে গেলাম। বিলের মধ্যখানে বিশাল স্টেজ আর বিলের অপর পাশে ছিল খাওয়ার বিশাল আয়োজন, মাগরিবের পর থেকেই খাওয়া শুরু আর নন স্টপ চলবে পরদিন ভোর পর্যন্ত, ১০টা গরু অলরেডি জবাই করা হয়েছে অ্যান্ড আরও ৩/৪ টা স্ট্যান্ডবাই ছিল। আমার লাইফে এমন গায়ে হলুদের আয়োজন আগে কখনও দেখিনি।