বড়াপা কইলো CSM Super Shop খুলবো। খুব্বি ভাল আইডিয়া। আসলে বড়াপা আমগো যে কত ভালবাসে এটাই বুঝলাম। আমগো লইয়া আপার কত চিন্তা।
ওকে ব্যাপারটা একটু খোলাশা করতাছি। আমাগো এই কলোনীতে চোর, ছেচোর কতই না ছিল তাইনা?? সেইটা সবাই পোষ্টের মাধ্যমে নিজেরাই জানান দিছে এবং দিতাছে। ডাব চোর, নারিকেল চোর, আম চোর, সাইকেল চোর, বই চোর, কুত্তা চোর, কলম চোর (তাও আবার নিজের বাসায়) সহ আরো কত চোর পাইলাম। ও আচ্ছা মন চোরও আছে। তো এই সমস্ত চোর স্টীল মিল বন্ধের পরে এদিক সেদিক ছড়াইয়া ছিটাইয়া পরছে। চোরায় না শুনে ধর্মের কাহিনী। চোরেগো এখনও চুরি করতে হাত পা নিশপিশ করে। কিন্তু যেখানে সেখানেতো চুরি করা যায় না। কলোনী ছিল চোরদের চুরি করার বিশাল ভান্ডার। ধরা খাইলেও অমুক তমুকের ছেলে বইলা পাড় পাইয়া যাইতো কিন্তু ষ্টীল মিল জগতের বাইরের জগততো অন্যরকম। চুরি করলেই খেসারত দিতে অইবো।