Thursday, August 27, 2015

"BBC of CSM"

- Mahabub Rasel

আমাদের কলোনির BBC, ইউনুস ভাই এর একটা ব্যাপার ছিল কিছুটা confusing, ইউনুস ভাই এর দোকান থেকে বাকিতে প্রচুর এইটা সেইটা খেতাম, ৫ টাকা, ১০ টাকা, ১৫ টাকা করে অনেক সময় ৯০০/১০০০ বা এর চেয়েও বেশী হয়ে যেত, কিছু দিয়ে কমাতাম আবার যা বাকি থাকতো সেখান থেকে আবার চলতো, এইভাবে ননস্টপ চলতো।

"বান্দরের টিকা !!! "


আনোয়ার স্যার এর ক্লাস, স্যার পড়াচ্ছেন শিশুদের টিকা সমন্ধে, শিশুদের বিভিন্ন রকম টিকা দিতে হয়, ধুনুষ্টংকার, পলিও আরো বিভিন্ন টিকার গুরুত্ব ইত্যাদি ইত্যাদি, হটাৎ পিছনের বেঞ্চ থেকে কথা আর হাসির শব্দ, স্যার এর মেজাজ খারাপ হয়ে গেল

" ওই কে হাসেরে!!! তোরা দুগা ( জণ) খাড়া, কিরে আই হরাইয়ের আর তোরা দুগা হিছে বই কতা কস কিল্লাই? এইবার আরে , হাসচ কিল্লাই? "

একজন উঠে বল্ল, স্যার আরিফ আমাকে জিজ্ঞেস করতেছে, আমার ছেলে মেয়ে হলে আমি তাদেরকে টিকা দিব কিনা!!!!


স্যার : " কি!!!!! তোরা অনই হোলা মাইয়ার কতা চিন্তা করা শুরু করি দিছত!!! আরে তোগো হোলা মাইয়া হইলেত টিকা দেওনের কতা আইবো , তোগোতো হইবো বান্দর, বান্দর এর টিকা দেওন লাগে না বুইজ্জত, এইবার তোরা এমি আয় টিকা লই যা "