"কিছুটা অভিমান নিয়েই বলতে চাই, ভাই কেন তুমি এতদিন দূরে ছিলে,আমি যে তোমার অপেক্ষাই ছিলাম। অবশেষে এসেছ এই ছোট ভাই টির
কাছে। বুকের মাঝে জড়িয়ে ধোরে করলে আমায় আদর।"
সবাই ভাবছেন এটা আবার কি কথা। আসলে এতটা খুশি আর আবেগী হয়ে গেছি আজ, তাই না লিখে থাকতে পারলাম না। যাকে নিয়ে আজ আমার এই লেখা
আশা করি তিনি বুঝতে পারবেন।অন্ন্যদের কথা বলতে পারি না। সে সাথে বলতে চাই ভাইয়া এই
কথা গুলো মিথ্যা মনে করবেন না। এ কথাগুলো আমার না, মারা যাবার আগে এই কথা গুলো আমার বাবা আমাকে বলে গিয়েছিল।
যা আজ সরথি হল। আপনার সামনে বলতে পারিনি বলে, এখানে লিখলাম।যদি ভুল করে থাকি, ছোট ভাই আশা করি ক্ষমা করবেন। বাবার ২য় স্ট্রক হবার কিছু
দিন পর একদিন আমার সাথে বাজারে যাবে বলে কলোনীর ভেতর ঘুরতে যায়। হাটতে হাটতে বলতে
থাকে কিছু কথা। বাবা বলতে শুরু করে,তোদের জীবন টা
এমন হবে আমি ভাবিনি। তোদের জম্মটা এমন জায়গাতে হয়েছিল,যেখানে কিছু বাবা মা ছাড়া তেমন কেও তাদের সন্তান নিয়ে
চিন্তা করতো না।