আজ আমার মন-দিল যা আছে সব খুবই খারাপ। আমার মেয়েটা ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে
আর আমার ছোট্ট ছেলেটা ছোট্টবেলা থেকেই ইন্নির স্কুলে যাবে ইন্নির স্কুলে যাবে এই
বলে বড় হচ্ছে। কিন্তু আজ সে ভর্তি যুদ্ধে পরাজিত, লটারীতে তার নাম আসলো না। আমি কোনভাবেই অডিটোরিয়াম থেকে বের
হতে পারছিলাম না, বারংবার মনে হতে লাগলো এই
মনে হয় ০৪ ক্রমিক নাম্বারটি কল করে বলবে আপনার ছেলে সিলেক্টেড।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Monday, December 14, 2015
সাদা মনের মানুষ
সাদা মনের মানুষ আমি খুবই পছন্দ করি,,সম্মান করি এবং ভালবাসি।।কারণ এই রং-এর মানুষ বর্তমান দুনিয়ায় পাওয়া খুবই
দুষ্কর।।মানুষটার সাথে আমার কখনও বা এখনও দেখা হয়নি।।ওনার সম্পর্কে এই পেজের
মাধ্যমে অন্যের মুখে কেবল শুনেছি এবং ওখান থেকেই ওনার ভক্ত হয়ে গেলাম।।আজ প্রথম
ওনার সাথে ফোনে কথা হয়।।অসম্ভব একটা ভাল লাগা অনুভব করলাম।।সেই সাথে একটা যাদুও
অনুভব করলাম।।
Subscribe to:
Comments (Atom)