Monday, February 15, 2016

আজ আমার জন্মদিন


আজ আমার জন্মদিন।আজকে আমার জন্য সব মাফ।আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু শক্ত কথা বলিঃ

এই পেজটার শুরু বিশাল আবেগ দিয়ে।সকলের আবেগের মিশ্রিত আবেগে ঠিক হলো গ্র্যান্ড আড্ডা হবে।তবে আমাদের এত শীগ্রই করার ইচ্ছে ছিলোনা,শীগ্রই হতে হলো ঐযে বললাম আবেগ সেই আবেগের কারনে।এই আবেগের কারনেই আমাদের অনেক ভাই বোন পরিশ্রম করে গ্র্যান্ড আড্ডা সফল করলো।যে আমি, অফিস বাসা এই দুইয়ের মাঝে অন্য কোথাও সময় দিতামনা, সেই আমি গত কয়েক মাস বাসায় ফিরতে লাগলাম রাত ১০/১১টায়,আমার মা বাবা অবাক এই ছেলে আবার আড্ডা দেয়!!?।এখানে শুধু আমার গানই গাচ্ছি অন্যদের কথা বললামনা,তবে আমরা সবাই জানি কারা কারা কাজ করেছে নিঃশ্বার্থভাবে, তাদের সবাইকে স্যালুট।অনুষ্ঠানের তিনদিন আগে হঠাৎ শুনতে পেলাম,যাদের থেকে টাকা পাওয়ার আশ্বাস পাওয়া গিয়েছিলো(যেহেতু মাত্র ১৫০০টাকা দিয়ে এক ফ্যামিলির চার বেলা ইত্যাদি সম্ভব না,সেহেতু কিছু ব্যাক্তির কাছ থেকে এক্সট্রা টাকা চাওয়া)আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছিলো না।আমি নিজেও বড় ভাইদের সাথে রাগ করেছিলাম এই বলে যে” আমাকে ইভেন্ট গ্রুপে রাখবেন অথচ আমার মত(বাজেট) করে যদি ইভেন্ট করতে না পারি তাহলে আমি নাই”।শেষে মাসুক ভাই সবাইকে অভয় দিয়ে বলল তোরা তোদের কাজ তোরা করে যা টাকার ব্যাপারটা আমরা দেখছি।আমরা পুরুদমে সতস্ফুর্তভাবে কাজ করতে থাকলাম।গ্র্যান্ড আড্ডা সফল হলো।


তখনই খুব খারাপ লাগে, অপমান লাগে যখন কেউ ব্যাক্তিগত অসম্পুর্ণতা কে পোস্ট এর মাধ্যেমে প্রকাশ করে।এত বড় প্রথম একটা অনুষ্ঠান,কিছু কিছু ব্যাক্তিগত অসম্পুর্ণতা/অতৃপ্তি থাকতেই পারে তবে তা পোস্ট এর মাধ্যেমে সবার মাঝে প্রকাশ করলে আমাদের অপমান লাগে।সবাই সবার ব্যক্তিগত দিক থেকে অনেক ত্যাগ স্বীকার করেছে,তাদের কাছেও অপমান লেগেছে।ইভেন্টের অনেক কিছুই আনফিসিয়ালি(ব্যাক্তিগত উদ্দ্যেগে) হয়েছে, যেমন সেলফি জোন,কেক,ফেস ইন হোল বোর্ড,ফানুশ,থিম সং,স্লাইড শোর জন্য ফটোশেসন ইত্যাদি।যারা করেছে সবাই নিজস্ব সি এস এম আবেগ থেকে করেছে।প্লিজ আপনারা তাদের সেসব আবেগকে অপমান করবেন না,প্লিজ।

আমাদেরও ব্যাক্তিগত অনেক অসম্পুর্ণতা রয়েছে,সেসব আমাদের মাঝেই থাক।আমরা সবাইকে সম্মান করি।কলোনীতে থাকতে যেমন বড় ভাইদের দেখলে ছোট ভাই সিগেরেট লুকিয়ে ফেলতো-বড় ভাই দেখেও না দেখার ভান করত আবার মনে মনে স্বস্তি পেত এই ভেবে যে তাকে সম্মান জানানো হচ্ছে।আমরা বড়দের সেরূপ সম্মান জানাতেই চাই।চাইনা মাথার উপর তুলে আবার ইচ্ছে হলেই আছাড় মারতে।এই পেজে অটোমেটিক বড়দের সম্মান তা চলে আসে।আমি এডমিন কিন্তু কোন গুরুত্বপূর্ণ লিখা লিখতে গিয়ে সেই বড় ভাইদেরই আগে জানাই অথবা তাদের কেউকে সেই গুরুত্বপূর্ণ লিখাটা লিখতে বলি।

পরিশেষে বলি আমাদের উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাসের প্রতিদান পাবেন আশা রাখি।তবে টাকা পয়সার ব্যাপার গুলো বড়ভাইদের কাছ থেকেই পাবেন।

No comments:

Post a Comment