Thursday, December 17, 2015

"মুদ্রা-গুন"



আমাদের সবারই কিছু না কিছু "মুদ্রা-দোষ" আছে, একেক জনের একেক রকম মুদ্রা-দোষ। আসলে মুদ্রা-দোষ ছাড়া মানুষ হয় কিনা, এটাও একটা চিন্তার বিষয় !!!!

একটা ব্যাপার মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে, এইটাকে আমার একপ্রকার মুদ্রা-দোষ বলা যেতে পারে !!! ব্যাপারটা হলো, "মুদ্রা-দোষ" কি ছোট দোষ, নাকি বড় দোষগুলোকে বলা হয়? বিস্তারিত আমার পক্ষেও বলা সম্ভব না, তবে মুদ্রা-দোষ বলতে আমি যা বুঝি, মানুষ সবসময় যে কাজগুলো ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা নিজের অজান্তেই করে থাকে, এবং যে কাজটা নিজের অজান্তেই অভ্যাসে পরিনত হয়।