অফিসিয়াল পার্টি চলছে। কিন্তু আমি একটুও মজা পাচ্ছি না। তার কারন হলো শুক্রবারের গ্র্যান্ড আড্ডা এর পরে আমাদের ''৮৯ এসোসিয়েনের পার্টি এগুলোর কাছে আমাদের অফিসের পার্টি আমার কাছে পানসে মনে হনে হচ্ছে। গ্র্যান্ড আড্ডার ঘোর এখনো কাটেনি। চোখ বন্ধ করলে কলনির সবাইকে দেখতে পাই। সারাক্ষন মনে হয় সবাই আমার আশে পাশে আছে। গ্র্যান্ড আড্ডাতে আপ্যায়নের দ্বায়িত্বে থাকায় সবার সাথে দেখা করতে পারি নাই। ইচ্ছে ছিল সারাদিন আড্ডা দিব, প্রান ভরে সবার সাথে গল্প করবো, স্টেজ প্রোগ্রাম মজা করে দেখবো, সবার গল্প করতে করতে মনের অজান্তে কলনিতে চলে যাবো, কিন্তু না কোনটাই পুরোপুরিভাবে করতে পারি নাই। বাবুর্চি পরিচালনার দ্বায়িত্বে থাকার কারনে। তারপরও যত টুকু আনন্দ করেছি বা আনন্দ পেয়েছি তার কাছে আজকের আমার অফিসের এই পার্টি কিছুইনা। একশত ভাগের এক ভাগও না। অনেক দিন মনে থাকবে গ্র্যান্ড আড্ডার কথা। মোবাইলের রিং টোনে আছে সিএসএম আড্ডার থিম সং মিউজিক। মাঝে মাঝে অফিসে কাজের ফাঁকে শুনি পুরো গানটা।
হ্যালো CSM, প্রানের CSM.