Wednesday, February 3, 2016

অফিসিয়াল পার্টি চলছে, কিন্তু আমি একটুও মজা পাচ্ছি না


অফিসিয়াল পার্টি চলছে। কিন্তু আমি একটুও মজা পাচ্ছি না। তার কারন হলো শুক্রবারের গ্র্যান্ড আড্ডা এর পরে আমাদের ''৮৯ এসোসিয়েনের পার্টি এগুলোর কাছে আমাদের অফিসের পার্টি আমার কাছে পানসে মনে হনে হচ্ছে। গ্র্যান্ড আড্ডার ঘোর এখনো কাটেনি। চোখ বন্ধ করলে কলনির সবাইকে দেখতে পাই। সারাক্ষন মনে হয় সবাই আমার আশে পাশে আছে। গ্র্যান্ড আড্ডাতে আপ্যায়নের দ্বায়িত্বে থাকায় সবার সাথে দেখা করতে পারি নাই। ইচ্ছে ছিল সারাদিন আড্ডা দিব, প্রান ভরে সবার সাথে গল্প করবো, স্টেজ প্রোগ্রাম মজা করে দেখবো, সবার গল্প করতে করতে মনের অজান্তে কলনিতে চলে যাবো, কিন্তু না কোনটাই পুরোপুরিভাবে করতে পারি নাই। বাবুর্চি পরিচালনার দ্বায়িত্বে থাকার কারনে। তারপরও যত টুকু আনন্দ করেছি বা আনন্দ পেয়েছি তার কাছে আজকের আমার অফিসের এই পার্টি কিছুইনা। একশত ভাগের এক ভাগও না। অনেক দিন মনে থাকবে গ্র্যান্ড আড্ডার কথা। মোবাইলের রিং টোনে আছে সিএসএম আড্ডার থিম সং মিউজিক। মাঝে মাঝে অফিসে কাজের ফাঁকে শুনি পুরো গানটা। 

হ্যালো CSM, প্রানের CSM.

মা

- Pavel

হঠাৎ করে নই, অনেক সময় ভেবেছি। কিন্তু এখনকার ভাবনার গভীরতা অনেকটাই বেশি। তখন আমি 3rd year এ পড়ি, একে একে ৩ ভাই-বোনের খুব জ্বর । কোনো ভাবেই ভালো হয় না। বেশ কিছু Test এর পরে জানা গেল প্যারা-টাইফয়েড ৩ জনেরই।৩ জনরই সুস্থ হতে আড়াই মাস সময় লাগলো। এই আড়াই মাস তারা কঠিন কষ্ট পাইলো আর রাত-দিন এক করে আম্মা করলেন অকল্পনীয় কষ্ট । যেখানে প্রায়ই রাতেই আম্মা ঘুমাতেন ১-২ ঘন্টা। মাঝ রাতে উঠে কাউকে না কাউকে মাথায় পানি ঢালছেন আর দিনের বেলাতো ছিলই, সাথে তাদের জন্য টাটকা স্যুপ রান্নাসহ রোগির পথ্যের জন্য রান্না, অন্যদের জন্য তো আলাদা কিছু করতই ।

এর সাথে বাকি কাজ। হঠাৎ করে আব্বার পায়ের অপারেশন করতে হলো জরুরি কারণে। আবার আব্বার আলাদা খেয়াল। আমি ব্যবসায় যেতাম, মাঝে পড়তে যেতাম আর ডাক্তার, ঔষধ, বাজার এর ফাঁকে আম্মাকে কিছুটা সাহায্য করার চেষ্টা। আর আরো যখন ছোট- ৩ ভাই-বোনকে সকাল সকাল উঠে রেডি করে স্কুলে পাঠানো, ফিরে আসার আগে খাবার রেডি রাখা, আব্বার প্রতি দায়িত্ব, ঘরের অন্যান্য কাজ। আর যদি কাজের বুয়া না থাকতো তাহলে তো সব কাজ আম্মাকে একাই করতে হতো। কি পরিমাণ কষ্ট করতে হতো আম্মাকে, কিভাবে সবারটা ঠিক রাখতো। বাকি এই দীর্ঘ সময়ে আমিও ভালোই অসুস্থ হলাম ,জন্ডিস,ম্যালেরিয়া জ্বর আর ছোট বেলার কথাতো নাই বললাম।