মাকড়সার একটা গল্প --- এক মাকড়সার সখ খালি দাওয়াত খাওয়া এবং খেতে যায় দাওয়াত না পেলেও যায়। একদিন অনুষ্ঠান হচ্ছে but কোথায় হচ্ছে বুঝতে পারছে না। তাই সে মাঝায় রশি বেধে চার ছেলেকে চার দিকে পাঠিয়েছে যেদিকে অনুষ্ঠান সেদিকে যেন রশি টান দেয়। প্রথমে একজন রশি টান দিল ।এভাবে চার দিক থেকে চারজনই টান দিল। মাকড়সার পেট হয়ে গেল চিকন চারদিকের রশি টানাটানিতে।
এবার আমার কথা বলি --সামনে তিন দিনের বন্ধে চেয়েছিলাম রাজধানীতে যেতে। but ctg থেকে বিয়ের মৌ মৌ গন্ধ পেলাম। তাই ডিসিসন চেন্জ করে ফেল্লাম। ঠিক করলাম দাওয়াত পাই আর না পাই ctg তেই যাব।বিয়ে খেয়ে আছি।এটাই মনে হয় csm কলোনির আন্তরিকতা কি বলেন জসিম ভাই আর কমু ভাই? আমরা আমরাই তো।
বিঃদ্রঃ-- কমু ভাই অবশ্য একটু আগে ফোন করে দাওয়াত দিয়েছে আমাকে।যদিও আমি দাওয়াত না পেলেও যেতাম।
