বার্ষিক পরীক্ষা শেষ। কখনও হাফ প্যান্টের পকেটে কিংবা কখনও লুঙ্গির কোছায় প্রায় ৮০/১০০ মার্বেল নিয়ে বুইজ্জার বাগানে খেলায় নেমেছি।খেলা শেষে প্যান্ট বা লুঙ্গি মার্বেলের ভারে খুলে যায় যায় অবস্থা কারন এখনতো সাথে ৩০০/৩৫০ মার্বেল। পানির পাম্পে উঠে সেগুলোকে নীচের দিকে ছুঁড়ে মারতাম আর নীচে থাকা ছোটরা সেগুলো কুড়ানোয় ব্যাস্ত। যারা কুড়িয়ে একদম পেতোই না তাদেরকে আবার দয়াবশত ১০/১২ টা এমনিতেই ধরিয়ে দিতাম।
একটা রড বাঁকা করে গোলাকৃতি করে আরেকটা রড বিশেষভাবে বাঁকিয়ে কত যে চালিয়েছি। সেগুলো নিয়ে চালাতে চালাতে আবার ড্রেন লাফও দিতাম। বুইজ্জার বাগান ছিল নারিকেল গাছে ভরা। আর গাছের শিকড়্গুলো ছিল সাতচাড়া কিংবা নই খেলার উপকরন। সিগারেটের প্যাকেট ছিঁড়ে টাকা হিসেবে ব্যাবহার করতাম।