Sunday, June 19, 2016

আজ নাকি (রোববার) তথাকথিত বাবা দিবস


আজ নাকি (রোববার) তথাকথিত বাবা দিবস। এগুলো হচ্ছে পশ্চিমা দের বাণিজ্যিক ভণ্ডামি। লক্ষ্য করুন, কোন নির্দিষ্ট তারিখ নয়, মে মাসের দ্বিতীয় রোববার হচ্ছে মা দিবস আর জুন মাসের তৃতীয় রোববার হচ্ছে বাবা দিবস। রোববার হলো পশ্চিমা বিশ্বের সাপ্তাহিক ছুটি। তাই এইসকল তথাকথিত দিবস গুলো তারা ছুটির দিন রোববার ফালায় যাতে করে এই দিনে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবার সাথে ফুল ফলমূল উপহার সামগ্রী নিয়ে একদিনের আনুষ্ঠানিক দেখা সাক্ষাৎ করে সারা বছরের দায় মোচন করা যায়।আর এসব দিবসে আরো ঘুটা দেয় প্রাশ্চাত্যের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আর পালে বাতাস দেয় দেশি বিদেশী কিছু মিডিয়া।

আমাদের সংস্কৃতিতে এসব আদিখ্যেতা মোটেও মানায় না। বছরের সারাটি দিনই আমাদের কাছে মা বাবা দিবস। 

( সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত)

প্রহর গুনে বসে আছি


আজ নাকি বিশব বাবা দিবস। বাজার অর্থনীতির এই পশ্চিমা সংস্কতিকে আমি বিশ্বাস করি না, তুমি হয়তো ঘৃনাই করতে বেচে থাকলে । তবু আমাকে মাফ করে দিও এই দিনে তোমাকে নিয়ে ভাবনাগুলো প্রকাশ করার জন্য। 
এই পরিনত বয়সে নিজেকে যখন বাবার স্থানে বসিয়ে তোমার সাথে তুলনা করি,ভারী লজ্জা হয় আমার। নিজেকে খুব ছোটমনে হয়। হ্মুদ্র মনে হয়।

মনে হয় তুমি পাহাড়-আমি মুসিক, তুমি সমুদ্র- আমি তীরে পড়ে থাকা বালুকা মাত্র। তোমার গুনের লেশ মাত্র কি পেয়েছি আমি? ঘাটতি আর অপুরণতায় ভরা এ জীবনে তোমাকে তাই শুধু আজকের দিনটিতে নয়,মনে পড়ে রাত্রি- দিন,অহর্নিশ।

তোমার মত কি পেরছি--
সন্তানকে ভালোবাসতে?
স্ত্রীকে সহমরমী করতে?
আত্মীয়- অনাত্মীয়কে আপন করতে?
সহকর্মীকে বন্ধু বানাতে? 
ফকিরকে মেহমান বানাতে?
রাত জেগে এবাদত করতে?
চিল্লা দিতে, গাশ্ত করতে,মানুষকে আল্লার পথে ডাকতে ?
ছোট-বড় সবাইকে আগে আগে সালাম দিতে ?
কত কিছু পারিনি বাবা। কত কিছু---
পারিনি সন্তানের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সহকর্মীর কাছ থেকে, তোমার মত - ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহমর্মিতা- আদায় করতে।
কোনকিছুই পারিনি বাবা। কোনকিছুই না। 
এই না পারার বেদনা, এই অপূর্ণতা- জানি কোনদিনই ঘুচবে না আমার। ঘুচাতে চাইবো না কখনো, কোনদিন-পাছে তুমি ছোট হয়ে যাও।
আজ ক-ত দিন হ'ল চলে গেছ তুমি। মাঝে মাঝে সবপ্নে দেখা পাই, চির দিন কেন পাই না? 
তবু প্রহর গুনে বসে আছি বেহেশতের সরবোচ্চ স্থান--সেই জান্নাতুল ফেরদৌসে যেন তোমার দেখা পাই।
যেখান থেকে হারিয়ে যাব না তুমি, আমি - কেউ। 
হে আল্লাহ! তুমিতো কত বড় ! কত মহান !! 
একজন অভাগা সন্তানের এই দোয়াটুকু তুমি কবুল কো' র।

C. S. M COLONY - চাঁদপুর শাখা

- Khurshed Alam Manik

C. S. M COLONY
-
চাঁদপুর শাখা।
----------------------------
ইফতার পার্টি।
চাঁদপুরে বসবাসরত সকল স্টিলার ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্চা।
আগামী ২৪/৬/২০১৬ইং রোজ শুক্রবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার পার্টিতে সকল স্টিলার দের উপস্থিতি কামনা করছি। ( বউ/ বাচ্চা / বোন জামাই সহ )
স্থান : আমার ফ্ল্যাট এ। মাদ্রাসা রোড়, চাঁদপুর।

ইফতার পার্টি @ Chittagong


ইফতার পার্টি। সি এস এম কলোনীর সকল সদস্যদের নিয়ে আগামী ২৪.০৬.২০১৬ রোজ শুক্রবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার পার্টিতে সি এস এম কলোনীর সকল ভাইবোনদের উপস্হিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।সবার সম্মতিক্রমে স্হান নির্ধারন করা হয়েছে আগ্রবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের সামনে অবস্হিত হোটেল জামান'স। জাহেদ টিপুর পোস্টে যারা নাম মোবাইল নং দিয়ে আমাদেরকে উপস্হিতি নিশ্চিত করেছেন তারা সহ বাকীরা নাম মোবাইল নং বা সম্মতি সূচক বার্তা দিয়ে নিজেদের উপস্হিতি নিশ্চিত করুন। ইহা আমাদেরকে পুরো অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করবে। সবার প্রতি অনুরোধ সবাই যেন নিজ দায়িত্বে নিজের পরিচিত সি এস এম মেম্বারের কাছে এই সংবাদ পৌছে দেন। সবার উপস্হিত আমাদের আগামীদিনের অনুপ্রেরনা হয়ে থাকবে।