Sunday, June 5, 2016

আমার আখড়ায় বিশিষ্ট কবি Ripon Akhtaruzzaman ভাই তশরিফ রেখেছেন


আমার আখড়ায় বিশিষ্ট কবি Ripon Akhtaruzzaman ভাই তশরিফ রেখেছেন | রিপন ভাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য | এছাড়াও ,কুলাংগার আমি Ahsanul Tarique ভাইরে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার ভদ্রতাটুকু না করলেও উনি ঠিকই আমাকে ফোন দিয়ে খবরাখবর নিয়েছেন | এছাড়াও , সবাই কমবেশি খবরাখবর নিচ্ছেন | CSM পেইজ সৃষ্টির আগে আমার মায়ের পেটের তিন ভাই ছিলো | পেইজ সৃষ্টির পর মায়েদের পেটের অগুনিত ভাইবোন পেয়েছি , যাদের আন্তরিকতায় নিজের মায়ের পেটের ভাইদের আন্তরিকতার ছোঁয়া পাই | I'm blessed being a member of CSM family. 

By the way, সেলফি তুললে গাল এত্তো বড় আসে ক্যারে !!! 

সকাল থেকেই তারিকের কেবিনে আছি


সকাল থেকেই তারিকের কেবিনে আছি। গতকাল ও আজকে MRI, ECO, ECG, বুক ও ঘাঁড়ের X-Ray করানো হয়েছে। আজো খুব সকালে ব্লাড, ইউরিন নিয়েছে বিভিন্ন টেস্টের জন্য। ইনশাহ আল্লাহ কালকের মধ্যেই সমস্ত রিপোর্ট পেয়ে যাওয়ার পর ডাক্তার নেক্সট পদক্ষেপ নিবেন।

আমরা আশা করছি সমস্ত রিপোর্টের রেজাল্ট ইনশাহ আল্লাহ ভালই হবে।

তারিক, পাপ্পু ভাই, লিটন ভাইয়ের ওয়াইফ (ভাবী), চন্দন চাচী, নিরু ভাই, ছোট ভাই মেজর রাজিব সহ অন্যান্য আরো যারা অসুস্থ আছেন, রোগে শোকে কস্ট পাচ্ছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন

'পিংকির ফট করে সেন্ডেল ছিঁড়ে যাওয়া' এরমত আমারও হয়েিছল


'পিংকির ফট করে সেন্ডেল ছিঁড়ে যাওয়া' এরমত আমারও হয়েিছল। একবার ছেলেদের স্কুল থেকে গল্প করতে করতে আসছিলাম এক ভদ্রলোকের (গার্ডিয়ান, যিনি আমাদের বিয়ের ভিডিও করেছিলেন) সাথে। হাঁটতে হাঁটতে দেখি সেন্ডেল উল্টে যাচছে কিছুটা।পায়ের দিকে তাকিয়ে দেখি সামনের দিকে ফিতা ছিঁড়ে গেছে।ভদ্রলোককে তখন বললাম, সরি আপনার আর যেতে পারছি না। আমার সেন্ডেল ছিঁড়ে গেছে।আমাকে রিস্কায় যেতে হবে।'উনি তখন একটা রিস্কা ঠিক করে দিলেন।