"CMS colony.. এর প্রায় সব সৃতি চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। মনে করাও খুব
কঠিন হবে কার বাসা কোথায় ছিল,কোথায় কেটেছে কার
শৈশব, ঠিক কোন জায়গাটায় দাড়িয়ে
কেটেছে জীবনের অনেক গুলো সুবর্ন দিন।থাকার মধ্য যদি কিছু থেকে থাকে তা হল স্কুল,শহীদ মিনার, আর প্রায় ভঙ্গুর
এতিমখানাটি।
অনেক কিছুই পরিবর্তন হয়েছে।অবকাঠামোগত পরিবর্তন,রাস্তাঘাট,দালানকোঠা এককথায়
তথাকথিত উন্নয়নের ছোয়া লেগেছে সব যায়গায়। একটা সয়ংসম্পূর্ন শীল্পএলাকা কে ধূলিসাৎ
করে দিয়ে দাড়িয়েছে কিছু বহুজাতিক প্রতিষ্ঠান।
শুধু পরে রয়েছে এই অবহেলিত এতিমখানা টি।