Wednesday, December 16, 2015

CMS colony.. এর প্রায় সব সৃতি চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে


"CMS colony.. এর প্রায় সব সৃতি চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। মনে করাও খুব কঠিন হবে কার বাসা কোথায় ছিল,কোথায় কেটেছে কার শৈশব, ঠিক কোন জায়গাটায় দাড়িয়ে কেটেছে জীবনের অনেক গুলো সুবর্ন দিন।থাকার মধ্য যদি কিছু থেকে থাকে তা হল স্কুল,শহীদ মিনার, আর প্রায় ভঙ্গুর এতিমখানাটি।

অনেক কিছুই পরিবর্তন হয়েছে।অবকাঠামোগত পরিবর্তন,রাস্তাঘাট,দালানকোঠা এককথায় তথাকথিত উন্নয়নের ছোয়া লেগেছে সব যায়গায়। একটা সয়ংসম্পূর্ন শীল্পএলাকা কে ধূলিসাৎ করে দিয়ে দাড়িয়েছে কিছু বহুজাতিক প্রতিষ্ঠান।
শুধু পরে রয়েছে এই অবহেলিত এতিমখানা টি।

আসলেই আমরা অতুলনীয়


দুজনেই কলোনিতে আমাদের অনেকের বড় ভাই আবার অনেকের জুনিয়র ভাই হয়, তবে আমার সিনিয়র হয় দু জনেই, একজনের নামের আদ্যাক্ষর ম। আরেকজনের জ। দু জনকেই প্রায় সময় দেখতাম বিভিন্ন বিষয়ে বাজি বা বেট ধরতে। তো একদিন ম ভাই জ ভাই কে বললেন, জ ভাই যদি ইউনুসের দোকানের সামনের ড্রেনের পানি থেকে এক চামচ পানি নিয়ে খেতে পারে তাহলে ম ভাই জ ভাইকে ইউনুসের দোকান থেকে অনেক কিছু খাওয়াবে। ম ভাই সহ সেখানে উপস্থিত সকলেই ভেবে নিয়েছে এটা অসম্ভব ব্যাপার কারন ওই ড্রেনের পানিতে মনুষ্য বজ্য' ভাসছিল। কিনতু এবার অনন্ত জলিলও ফেল, সবাইকে অবাক করে দিয়ে ওয়ারকার ক্লাব থেকে চামচ যোগাড় করে জ ভাই ঠিকই ওই পানি এক চামচ নিরবিকার ভাবে খেয়ে ফেলল। 

আসলেই আমরা অতুলনীয়।