Monday, November 2, 2015

তখন ১৯৯১ সালের পরবর্তী সময়

- Niaz Morshed


তখন ১৯৯১ সালের পরবর্তী সময়। কলোনি র বিধ্বস্ত অবস্থা। এ সময় কলোনি র কিছু বড় ভাই নিজেরা মিলে এপ্রিল ২৯ নামে একটা সেচ্ছাসেবী দল গঠন করে।উনারা একটা লরি করে বিভিন্ন টিউবওয়েল, ওয়াসার ট্যাংকি থেকে পানি নিয়ে বাসার সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসতেন।আবার পানি নেয়ার সময় যাতে কোন ঝামেলা না হয় তাও দেখতেন।অনেক টা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত।

একদিন আমাদের বাসার পাশের ওয়াসার ট্যাংকি থেকে লাইন ধরে সবাই পানি নিচ্ছিল। আতিক ভাই ওইখানে দাড়িয়ে লাইন নিয়ন্ত্রণ করছিলেন। এমন সময় সুফিয়ার মা নামে আমাদের বুয়া আসল কেটলি করে পানি নিতে।যেহেতু কেটলির আকার ছোট তাই তাই সে বলল তাকে আগে দিয়ে দিতে।তখন আতিক ভাই জানতে চাইলেন কাদের বাসা থেকে এসেছে। বুয়া বলল, মোরশদগো বাসাত থন। আতিক ভাই বুঝলেন, মাকসুদ চাচার বাসা থেকে এসেছেন।তিনি পানি দেয়া হবেনা বলে দিলেন।

”পানির ট্যাংকী”


”পানির ট্যাংকী” শব্দ টা শুনলেই চোখের সামনে ভেসে উঠে কলোনীর পানির ট্যাংকীটি। ওটা ছিলো কলোনীর জিরো পয়েন্ট। সব কিছুর মূল কেন্দ্র এই ট্যাংকীর তলা। ট্যাংকীর নীচে টাংকি মারা থেকে শুরু করে অনেক সিরিয়াস বিষয়ের নিষ্পত্তি এই ট্যাংকীর তলায়, কত রোমানস, কত থ্রিল,কত বিনোদন এই ট্যাংকীর তলায়, কলোনীর সর্বশ্রেষ্ঠ সফল প্রেমের সফল পরিনতি হয়েছিলো এই ট্যাংকীর তলায়।

ট্যাংকীর নীচে বসে ট্যাংকীর খয়ে যাওয়া পলেস্তরা পরে মাথা ফেটেছে, ট্যাংকীকে বিপজ্জনক ঘোষনা করা হয়েছে, আতিক কাক্কুর দাবড়ানি, কোন কিছুই দমাতে পারেনি ট্যাংকীর তলারে আড্ডাকে। ট্যাংকীর পাশে ব্যাংকে আসা গ্রাহক রা দু দন্ড জিড়িয়ে নিতো এ ট্যাংকীর নীচে।সব রাজনৈতিক, সামাজিক, অসামাজিক, আলোচনার মিলন কেন্দ্র ছিলো এ ট্যাংকীর তলা।