Monday, November 2, 2015

তখন ১৯৯১ সালের পরবর্তী সময়

- Niaz Morshed


তখন ১৯৯১ সালের পরবর্তী সময়। কলোনি র বিধ্বস্ত অবস্থা। এ সময় কলোনি র কিছু বড় ভাই নিজেরা মিলে এপ্রিল ২৯ নামে একটা সেচ্ছাসেবী দল গঠন করে।উনারা একটা লরি করে বিভিন্ন টিউবওয়েল, ওয়াসার ট্যাংকি থেকে পানি নিয়ে বাসার সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসতেন।আবার পানি নেয়ার সময় যাতে কোন ঝামেলা না হয় তাও দেখতেন।অনেক টা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত।

একদিন আমাদের বাসার পাশের ওয়াসার ট্যাংকি থেকে লাইন ধরে সবাই পানি নিচ্ছিল। আতিক ভাই ওইখানে দাড়িয়ে লাইন নিয়ন্ত্রণ করছিলেন। এমন সময় সুফিয়ার মা নামে আমাদের বুয়া আসল কেটলি করে পানি নিতে।যেহেতু কেটলির আকার ছোট তাই তাই সে বলল তাকে আগে দিয়ে দিতে।তখন আতিক ভাই জানতে চাইলেন কাদের বাসা থেকে এসেছে। বুয়া বলল, মোরশদগো বাসাত থন। আতিক ভাই বুঝলেন, মাকসুদ চাচার বাসা থেকে এসেছেন।তিনি পানি দেয়া হবেনা বলে দিলেন।


কারন c 4 এর মাকসুদ চাচার উপর অনেকে ক্ষেপে ছিলেন।(বিস্তারিত বলতে চাইনা) বুয়া যতই বুঝাতে চায় মাকসুদ নয় মোরশদগো বাসা, আতিক ভাই ততই অনড়।আমি যদিও সামনে ছিলাম কিন্তু কিছু বলছিলাম না।ভাবখানা এমন, দেখি, ব্যাটা কি করে! একসময় সুফিয়ার মা আমার দিকে তাকিয়ে বললেন, "কিরে, ইজ্জা কিসু কয়না ক্যারে,আন্নে কননা"।আতিক ভাই ঘটনা বুঝতে পেরে বললেন, জনি, তোমাদের বাসা থেকে আসছে,ত চুপ করে আছ কেন? কিন্তু আতিক ভাইকে আমি কি করে বুঝাই মাঝে মাঝে চুপ থেকে আমার এরকম তামাশা দেখতে ভালই লাগে।

No comments:

Post a Comment