Tuesday, November 17, 2015

না লিখে পারলাম না



না লিখে পারলাম না।।পক্ষ বা বিপক্ষ নিয়ে কোন কথা বলছি না।।উচিতটা আমার মুখ দিয়ে সব সময় বের হয়ে আসে।।সেদিন ""হিজাব""নিয়ে খারাপ লাগাতে একটা পোস্ট করেছিলাম।।কিন্তু আতিক ভাইয়ার অনুরোধ বা অর্ডারে পোস্টটা ডিলিট করি।।কারন আতিক ভাইয়ের দৃষ্টিতে নাকি বিষয়টা বিতর্কের সৃষ্টি করতে পারে।।ভাল মন্দ বিচার করিনি।।বড় ভাই বলেছেন তাই আর এখানে কোন প্রশ্ন রাখিনি।।আমার মতেএটা হচ্ছে জুনিয়রদের কাছে সিনিয়রদের অধিকার।।যেটা আমি রক্ষা করতে বাধ্য।।অপরদিকে গতকাল আতিক ভাই একটা পোস্ট শেয়ার করেছিল।।আমি কমেন্টস করেছিলাম যে,,বাচ্চু ভাইকে দিয়ে শুরু করেছেন,,শেষটা কিন্তু জেমস্ ভাইকে দিয়ে করবেন এবং সেটা তিনি রেখেছেন।।

আমি এই পেইজের সব জুনিয়র ছেলেদের,মেয়েদের তুই করে বলি



আমি এই পেইজের সব জুনিয়র ছেলেদের,মেয়েদের তুই করে বলি এবং নামটাও উল্টা পাল্টা করে বলি। সেটা লিখার সময়। কিন্তু দেখা হলে বা ফোনে কথা বলার সময় তুই করে বললেও নাম ঠিক করেই বলি।আতিক থেকে শুরু করে সবার সাথেই এমন। আজ জনির লিখা আমার মন খুব খারাপ করে দিল। এই ছেলেটা এমন কেন বুঝিনা। সেদিন মৃত্যুর মত একটা বিষয়ে সে নুজাইমার নাম নিল,হোক তা কাল্পনিক। আজ আবার এমন। ওর নিজের ভাল লাগেনা তা বললেই হত,কিন্তু সে সামি,নমি সবাইকে জড়িয়েছে বুঝতে পারলাম না। এখানে মজা করে সবাই কথা বলে,আমিও তা করেছি। আমার মনে হয় আমি আজ অব্দি এমন কোনো লিখা দেইনি যা অন্যের মন খারাপ করবে। তাহলে আমার সাথে কেন এমন হবে। জনিকে বলছি,জিবন অনেক সহজ, তাকে জটিল কোরো না। এখানে সবার সামনে এমন করে ইনবক্সে সরি বলে লাভ কি? যাহোক,লোক দেখানো মাফ আমি করতে পারিনা নিজের মন যতদিন না চাইবে ততদিন। আমি আশা করবো জনি আমার সাথে কোনো কিছুতে participate করবে না। আমাকে বোঝাতে কেউ ফোন করবে না বা মেসেজ দিবেনা এটাও চাইছি সবার কাছে।

টুকরো সৃতি- আমি মোল্লা আর বাঁদরা ভাই



আমি আর মোল্লা( Sumon Islam) মিলে আমাদের বাসায় আড্ডা দিচ্ছি, এমন সময় আমাদের অর্ধেক ক্লাসে পড়া এক ছোট ভাই (গ্রুপের নিয়ম অনুযায়ী নাম দেয়া হল না) এসে আমাদের সাথে বাঁদরামি করা শুরু করলো।
আমি বললাম "মোল্লা, বেটা তো বেশি জ্বালাইতেছে, বেটারে কি করা যায়"।
মোল্লা চিন্তায় পড়ে গেল, পেন্ডা পোলা, মাইর তো দেয়া যায় না। হটাত মনে হল বেটা পেন্ডা হইলেও, তার শরম ঠিকই আছে।
আমি বললাম "চল বাঁদরা ভাইয়ের হাফ-প্যান্ট দিয়ে ক্যাচ খেলি"।

বিয়ে নামক ফরজ কাজটার উপর কেন জড়িমানা গুনতে হবে জসিম ভাই??

- Samee Sam


বিয়ে নামক ফরজ কাজটার উপর কেন জড়িমানা গুনতে হবে জসিম ভাই?? যদিও তা মাত্র ৫ এর ডান পাশে দুইটা শূন্য।।

জসিম ভাইয়ের grand Adda-র পোস্ট টি পড়লাম। ভাইজান আমার খুবি সুন্দর করে বিবাহিত, অবিবাহিত সহ অন্যান্যদের টাকার পরিমান উল্লেখ করেছেন। আর অনেক সুন্দর করে bracket দিয়ে জড়িয়ে রেখেছেন।।

আজ থেকে প্রোগ্রামের দিন পর্যন্ত কেউ কি এই জড়িমানার ভাগীদার হতে চাও কিংবা যাদের সানাই বাজবে বাজবে অবস্থা তারা স্বল্প টাকার বিনিময়ে আমাদের (বিবাহিত/বিবাহিতাদের) কাতারে/লাইনে এসে দাঁড়াতে পারো।

বি:দ্র: এই সুযোগ সীমিত সময়ের জন্য। জসিম ভাই দিন, তারিখ, সময় সব উল্লেখ করে দিয়েছেন তোমাদের সুবিধার্থে।