আমি এই পেইজের সব জুনিয়র ছেলেদের,মেয়েদের তুই করে বলি এবং নামটাও উল্টা পাল্টা করে বলি। সেটা লিখার সময়। কিন্তু দেখা হলে বা ফোনে কথা বলার সময় তুই করে বললেও নাম ঠিক করেই বলি।আতিক থেকে শুরু করে সবার সাথেই এমন। আজ জনির লিখা আমার মন খুব খারাপ করে দিল। এই ছেলেটা এমন কেন বুঝিনা। সেদিন মৃত্যুর মত একটা বিষয়ে সে নুজাইমার নাম নিল,হোক তা কাল্পনিক। আজ আবার এমন। ওর নিজের ভাল লাগেনা তা বললেই হত,কিন্তু সে সামি,নমি সবাইকে জড়িয়েছে বুঝতে পারলাম না। এখানে মজা করে সবাই কথা বলে,আমিও তা করেছি। আমার মনে হয় আমি আজ অব্দি এমন কোনো লিখা দেইনি যা অন্যের মন খারাপ করবে। তাহলে আমার সাথে কেন এমন হবে। জনিকে বলছি,জিবন অনেক সহজ, তাকে জটিল কোরো না। এখানে সবার সামনে এমন করে ইনবক্সে সরি বলে লাভ কি? যাহোক,লোক দেখানো মাফ আমি করতে পারিনা নিজের মন যতদিন না চাইবে ততদিন। আমি আশা করবো জনি আমার সাথে কোনো কিছুতে participate করবে না। আমাকে বোঝাতে কেউ ফোন করবে না বা মেসেজ দিবেনা এটাও চাইছি সবার কাছে।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment