Tuesday, November 17, 2015

আমি এই পেইজের সব জুনিয়র ছেলেদের,মেয়েদের তুই করে বলি



আমি এই পেইজের সব জুনিয়র ছেলেদের,মেয়েদের তুই করে বলি এবং নামটাও উল্টা পাল্টা করে বলি। সেটা লিখার সময়। কিন্তু দেখা হলে বা ফোনে কথা বলার সময় তুই করে বললেও নাম ঠিক করেই বলি।আতিক থেকে শুরু করে সবার সাথেই এমন। আজ জনির লিখা আমার মন খুব খারাপ করে দিল। এই ছেলেটা এমন কেন বুঝিনা। সেদিন মৃত্যুর মত একটা বিষয়ে সে নুজাইমার নাম নিল,হোক তা কাল্পনিক। আজ আবার এমন। ওর নিজের ভাল লাগেনা তা বললেই হত,কিন্তু সে সামি,নমি সবাইকে জড়িয়েছে বুঝতে পারলাম না। এখানে মজা করে সবাই কথা বলে,আমিও তা করেছি। আমার মনে হয় আমি আজ অব্দি এমন কোনো লিখা দেইনি যা অন্যের মন খারাপ করবে। তাহলে আমার সাথে কেন এমন হবে। জনিকে বলছি,জিবন অনেক সহজ, তাকে জটিল কোরো না। এখানে সবার সামনে এমন করে ইনবক্সে সরি বলে লাভ কি? যাহোক,লোক দেখানো মাফ আমি করতে পারিনা নিজের মন যতদিন না চাইবে ততদিন। আমি আশা করবো জনি আমার সাথে কোনো কিছুতে participate করবে না। আমাকে বোঝাতে কেউ ফোন করবে না বা মেসেজ দিবেনা এটাও চাইছি সবার কাছে।

No comments:

Post a Comment