Sunday, February 7, 2016

যদি বেচেঁ থাকে পরবর্তী আড্ডায় মাকে আনতে পারি


আমার মা আড্ডা তে আসবে,তার কত আয়োজন, ছেলের বাসায় আসবে দূধ লাউ, পিঠা অনেক কিছু তৈরী করা শুরু করে ছিলেন,কিন্তু বিধি বাম,হঠাৎ মা অসুস্থ হয়ে পরে,এখনো হাসপাতালে আছে,আড্ডা তে আসার খুব ইচ্ছা ছিল,আমার বাড়ির কেউ আসতে পারে নাই, কারণ মা যে হাসপাতালে অসুস্থ। আমি আড্ডাতে অংশগ্রহণ করি,কিন্তু মনটা সব সময় মায়ের কি অবস্থা তা জানার জন্য বড়ভাইয়া,আপাদের ফোন করে খবর নিতে হয়েছে।সবাই মায়ের জন্য দোয়া করবেন,যদি বেচেঁ থাকে পরবর্তী আড্ডায় মাকে আনতে পারি।

রুপক দা সাথে ২৯ই জানুয়ারী দেখা


রুপক দা সাথে ২৯ই জানুয়ারী দেখা।উনি উনার ছোট মেয়েকে নিয়ে এসেছিল।রুপক দা কলোনী তে খুব মজা করত।রুপক দা কে কালু দা না বলে মজা পাছছি না।খালু দা প্রায়ই দেখতাম এফ ৫এর সিড়ি থেকে গোল্ড মিয়া বলে চিৎকার করত আর একজন লোক অকথ্য ভাষায় চিটাগাং এ গালি দিত ........পোয়া,তুর.........আরো অনক রকম কবিতা বলত।কালু দা কে একদিন বললাম আপনি ওনাকে ক্ষ্যাপান কেন।কালু দা বলল দেখ মাবু ওনার নাম সোনা মিঞা।ওনাকে আদর করে গোল্ডমিঞা ডাকি।পরে একিদন আমি.হাছান ও স্বপন সোনা মিঞা কাকা কে বললাম আপনাকে ইংরেজীতে গোল্ড মিঞা বলে আপনি চেতেন কেন একথা বলার সাথে সাথে কাকা আবার চিটাগাং এ কবিতা শুরু করল .....