Sunday, February 7, 2016

রুপক দা সাথে ২৯ই জানুয়ারী দেখা


রুপক দা সাথে ২৯ই জানুয়ারী দেখা।উনি উনার ছোট মেয়েকে নিয়ে এসেছিল।রুপক দা কলোনী তে খুব মজা করত।রুপক দা কে কালু দা না বলে মজা পাছছি না।খালু দা প্রায়ই দেখতাম এফ ৫এর সিড়ি থেকে গোল্ড মিয়া বলে চিৎকার করত আর একজন লোক অকথ্য ভাষায় চিটাগাং এ গালি দিত ........পোয়া,তুর.........আরো অনক রকম কবিতা বলত।কালু দা কে একদিন বললাম আপনি ওনাকে ক্ষ্যাপান কেন।কালু দা বলল দেখ মাবু ওনার নাম সোনা মিঞা।ওনাকে আদর করে গোল্ডমিঞা ডাকি।পরে একিদন আমি.হাছান ও স্বপন সোনা মিঞা কাকা কে বললাম আপনাকে ইংরেজীতে গোল্ড মিঞা বলে আপনি চেতেন কেন একথা বলার সাথে সাথে কাকা আবার চিটাগাং এ কবিতা শুরু করল .....

No comments:

Post a Comment