Monday, August 31, 2015

CSM Colony

- Mahabub Rasel

১) কলোনী গেট।
২) B Type বিল্ডিং ও খেলার মাঠ।
৩) ষ্টীল মিলস মেইন অফিস।
৪) ষ্টীল মিলস মেইন গেট।
৫) শহীদ মিনার ।



৬) জেক্স।

“ Cricketer আব্দুর রাজ্জাক “


তখন বাংলাদেশ খেলতো না, পাকিস্তানের চরম সাপোটার আমরা, প্রায় সময় দল বেধে পাকিস্তানের খেলা দেখতাম, বেশীরভাগ সময় দেখতাম সোহেলের বাসায়, একদিন আমি, রবিন, সামির, রিপু, হিমেল, সোহেল আরো কয়েকজন মিলে সোহেল এর বাসায় পাকিস্তানের খেলা দেখতেছি। ( সাব স্টেশনের পাশের বিল্ডিংটা D -…….. ) সোহেলের আব্বাও খেলা দেখতেছেন আমাদের সাথে । চরম উত্তেজনা, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা পাকিস্তানের বোলার আব্দুর রাজ্জাক যখনই বল করতে আসে তুলাধুনা করতেছে ।

সময়টা ছিল ১৯৯৭-৯৮



সময়টা ছিল ১৯৯৭-৯৮ , আমাদের কলেজ জীবন।।খুব ভোরে ভোরে উঠতাম। আমি , রাজন , সুমন আর লিটন মিলে ২টি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম।।উদ্দেশ্য নেভাল বিচ অথবা সী বীচ। একটি সাইকেল ছিলো সুমন এর আরেকটি রাজনের।একজন সাইকেল চালাতো আরেকজন পিছনে বসে থাকত । কাঠগড় পার হওয়ার পর রাস্তায় পড়ে থাকা ক্যান লাথি মারতে মারতে একজন থেকে আরেকজন পাস খেলতে খেলতে আমারা আমাদের গন্তব্য নেভাল বিচ এ পৌঁছে যেতাম।সমুদ্রের বাতাসে গা এলিয়ে দেওয়া, বড় বড় পাথরে শুয়ে থাকা,আবার মাঝে মাঝে বিচের পানিতে গোসল করা।।এভাবে চলত ৭টা পর্যন্ত ।এবার ফেরার পালা।আবার সেই ক্যান খোঁজা, আবার ফুটবল খেলতে খেলতে কাটগড় আসা।।দেরি হচ্ছে মনে হলে সাইকেল চালিয়ে দ্রুত চলে আসা অথবা গার্মেন্টস এর খালি বাসে চড়ে বসা।তবে বিতর্ক আছে এই নিয়ে ক্যান দিয়ে ফুটবল খেলতে খেলতে নাকি দ্রুত আসা যায়(অবশ্য কাঠগড় থেকে বিচ পর্যন্ত রাস্তা তেই কেবল ক্যান নিয়ে খেলতে খেলতে যাওয়া প্রযেজ্য)।সময় থাকলে হোটেল এ নাস্তা করা।।বাসায় ফিরে কলেজ এর জন্য তৈরী হয়ে দ্রুত কলেজ বাস ধরা।।হুম কলেজ বাস করে কলেজ যাওয়া ,আরেক রোমাঞ্চের শুরু এখানেই।।

“ ঘুড়ি ও মাঞ্জা “


ঘুড়ি উড়ানোর কথা কেউ বলছেনা কেন ? কলোনির থাকা অবস্থায় অগণিত Exciting কাজের মধ্যে ঘুড়ি উড়ানোটা প্রথম দিকেই থাকবে

আমার মনে আছে, আমি ১ম ঘুড়ি কিনেছিলাম আব্দুল ভাইয়ের দোকান থেকে, তখন কেন যেন আমি ঘুড়ি উড়াতে চাইলেও বদ ঘুড়ি উড়তো না, তখন বড় ভাইদেরকে বলতাম ভাই একটু ঘুড়িটা উড়িয়ে অনেক উপরে তুলে দেন, তারা উড়িয়ে ঘুড়ি উপরে তুলে দিতেন এরপর আমি নাটাই ধরে বসে থাকতাম, আমার কোন ভুমিকা নাই, আমার ঘুড়ি উড়তেছে,আমি হাতে নাটাই নিয়ে ঘুড়ির দিকে তাকিয়ে আছি, বাহ্ ... দারুন মজা কয়েকদিন পরে অবশ্য আমার হাতেও ভালোই উড়তো ঘুড়ি