Thursday, January 28, 2016

হ্যালো, শুনছেন?

- Javed

হ্যালো, শুনছেন?
আজ যত বাস আর ট্রেন
ভরে আছে সেই মেহনতি মানুষদের
সন্তানের গানে, শেকড়ের টানে
সব ছুটছে সাগর শহর পানে।
হ্যালো, ইস্পাত যোদ্ধাদের সন্তান,
আজ পিতার শরীরের ঘামে ভেজা মাটি,
নতজানু হয়ে কুর্নিশ করে
আন্তঃনগর নিশিথা, প্রভাতী
বয়ে নিয়ে এসে সেই সূর্য সন্তানদের।

গ্রান্ড আড্ডা


সবাই এখন আড্ডামুখী। যারা আড্ডায় যেতে পারছিনা আমি নিশ্চিত তারাও ফেসবুক বা ফোনে প্রতিনিয়ত আড্ডার খবর নিচ্ছেন। আর যারা সরাসরি যোগ দেবেন তাদের তো পুরো ঈদের খুশি। খোদা তালার কাছে অশেষ শুকরিয়া যে, আপনারা সবাই ভালভাবে চট্টগ্রাম পৌঁছে গেছেন। যারা পথে আছেন বা পরে রওনা দেবেন আশা করি তারাও ভাল ভাবে পৌঁছবেন।

আড্ডার শুরুটা হয়েছিল রেজা ভাইয়ের একটা পোস্ট থেকে, উদ্দেশ্য ছিল সবাই মিলে এক হয়ে কোথাও বসা। শুরুতে ব্যাপারটা কল্পনায় ছিল কোন একটা ভ্যেনুতে নিছক চায়ের আড্ডা। কিন্তু সে কল্পনা বাস্তবে পরিণত হতে হতে বিশাল এক আয়োজনে রূপ নিয়েছে। চায়ের আড্ডা পরিণত হয়েছে দিন ব্যাপী অনুষ্ঠানে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান , স্বারক বই সব কিছু মিলে একটা জম জমাট ব্যাপার। আর এখানেই সবার দায়িত্ব বোধের একটা বিষয় চলে আসে। এত বড় একটা ইভেন্টে সব কিছু পরিকল্পনা মাফিক চলেনা। কিছুটা এদিক ওদিক হয়েই যায়।