Tuesday, November 10, 2015

বিশেষ কিছু উপলক্ষ.....



উপলক্ষ ১) 
দুইজন করে আমাদের সেই চিরচেনা খুব্বি পরিচিত স্টীল মিলের খুব প্রিয় মানুষগুলোর সাথে অনেক অনেক বছর পর প্রায় ১৭/১৮ বছর আগে ছেড়ে আসা, হারিয়ে যাওয়া কিংবা অনেককে না চেনা সেই মানুষগুলোর সাথে দেখা হচ্ছে। সেটা মেডিকেলে হোক কিংবা কারো অফিসে অথবা রাস্তার কোন টি স্টলে। এর জন্য আমাদের এই CSM Colony গ্রুপের সব বড়-ছোট ভাই বোনদেরকে ধন্যবাদের সাথে সাথে আমার লাড্ডি তারেককেও ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় আর কিছুটা হলেও লাড্ডির উসিলাতেই আমরা একসাথে হয়েছিলাম। 

বান্দরের‬ শলা



আমি মো:এলাহী নেওয়াজ (মাছুম)।

csm colony তে জীবনের দীর্ঘ ২২ টি বছর যেন স্বর্গ রাজ্য ছিল আমার কাছে।
সে স্বর্গ রাজ্যের কিছু মজার কাহিনী লিখতে চাইলেও কেন জানি লিখতে পারি না।আজ সাহস করে লিখতে বসলাম....

‪#‎বান্দরের‬ শলা#
স্কুলে পড়া না পারা আর মাফুজ স্যারের বেত যেন আমার জম্মগত বাজেট ছিল।
আমার সর্বময় মেধা খরচ করে এর থেকে পরিত্রাণের উপায় খুজতে লাগলাম।

শুনেছি,নিউটন আপেল গাছের নিচে মধ্যাকর্ষন শক্তির থিওরি আবিস্কার করে ছিল।
এক দিন আমিও স্কুল পালিয়ে খাল পাড়ের নারকেল গাছের নিচে বসে চুলকানি শক্তি(বান্দরের শলা)ও তা প্রয়োগের থিওরি আবিস্কার করে ছিলাম।