উপলক্ষ ১)
দুইজন করে আমাদের সেই চিরচেনা খুব্বি পরিচিত স্টীল মিলের খুব প্রিয় মানুষগুলোর সাথে অনেক অনেক বছর পর প্রায় ১৭/১৮ বছর আগে ছেড়ে আসা, হারিয়ে যাওয়া কিংবা অনেককে না চেনা সেই মানুষগুলোর সাথে দেখা হচ্ছে। সেটা মেডিকেলে হোক কিংবা কারো অফিসে অথবা রাস্তার কোন টি স্টলে। এর জন্য আমাদের এই CSM Colony গ্রুপের সব বড়-ছোট ভাই বোনদেরকে ধন্যবাদের সাথে সাথে আমার লাড্ডি তারেককেও ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় আর কিছুটা হলেও লাড্ডির উসিলাতেই আমরা একসাথে হয়েছিলাম।