Tuesday, December 15, 2015

নাংগা দৌড়...............................


লেখাটি পোস্ট করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম

নাংগা দৌড়...............................


আগেও একবার বলেছিলাম কলোনীতে রাতে কারেন্ট না থাকা মানে আমাদের মত বদ পোলাপানের জন্য চাঁন রাত, এমন এক চাঁন রাতে কয়েকজন বসে আছে সি টাইপ মাঠের পাশে। শুধুই গল্প গুজব হচ্ছে। আগের রাতে ডাব পাড়তে গিয়েে এদের মধ্যে একজন নিজেই গাছ থেকে পড়ে যাওয়ায় ওই রিস্কে আর কেউ যাচ্ছেনা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এমন সময় দেখা গেল সি ১১ এর এক বাসা থেকে থেকে প্রাইভেট কারে করে মেহমান বের হচ্ছে যারা ঘন্টা দুয়েক আগে ওই বাসায় এসছিলেন। 

নভেম্বর মাসের শেষের দিকের দিন


নভেম্বর মাসের শেষের দিকের দিন।যেদিন বার্ষিক পরীক্ষা শেষ হত।সেদিন ক্লাসে প্রয়াত হামিদ স্যার এসে বলতেন, তোমরা সবাই ১৬ ঈ ডিসেম্বর সকাল ছয়টা বাজে স্কুল মাঠে হাজির থাকবে।যারা থাকবেনা,তাদের রিপোর্ট কারড পাবেনা।দেখা যেত এই ভয়ে ১৬ঈ ডিসেম্বর আমার মত অনেকেই স্কুল মাঠে শীতের আরামের ঘুম কে হারাম করে ঠান্ডা কে বুড়ো আংগুল দেখিয়ে শীতের কাপড় গায়ে চাপিয়ে হাজির হত।হামিদ স্যার সবাইকে লাইন করে সারিবদ্ধ করে দাড় করাতেন।তারপর মেইন অফিসের দিকে নিয়ে যেতেন।আমরাও ধাক্কাধাক্কি করে স্যারের পিছু পিছু যেতাম।সবাই রংগন ফুল দিয়ে ঘেরা গোলাকার বাগানের চারপাশে দাড়াতাম।