Tuesday, September 22, 2015

সালাউদ্দিন চাচা VS সালাউদ্দিন


লিখার শুরুতেই সম্মানিত সালাউদ্দিন চাচার (রিমন ভাই এর আব্বা) নিকট মাফ চেয়ে নিলাম।

প্রতিদিনের মত আমরা সবাই (আমি, রাফি, আসিফ, সালাউদ্দিন, সুজি, রনি, মিঠু, মানিক, ফুয়াদ সহ আরও অনেকজন) সি-টাইপ এর মাঠে ফুটবল খেলতেছিলাম। খেলা শেষে সবাই আড্ডা দিচ্ছিলাম। হটাৎ সালাউদ্দিন চাচা কে রাস্তায় দেখে আমাদের সালাউদ্দিন (৯৯ ব্যাচ) এবং সুজির মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

সবাই মিলে প্লান করলাম চাচা কে একটু ক্ষেপাই। যেই কথা সেই কাজ। ক্ষেপানোর দায়িত্ব পড়ল সালাউদ্দিন এবং সুজির উপর। প্লানটা ছিল এই যে, যখন সালাউদ্দিন চাচা রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন আমাদের সালাউদ্দিন উনার সামনে দিয়ে হাঁটবে আর আমরা পিছন থেকে সবাই সালাউদ্দিন সালাউদ্দিন বলে চিল্লাব।প্লান মত পরেরদিন আমরা সবাই সালাউদ্দিন চাচার এর জন্য সি-টাইপ এর মাঠে বসে অপেক্ষা করতেছিলাম। একটু পরেই দেখি উনি আস্তিছে (অফিস থেকে)। আমাদের সালাউদ্দিন উনার সামনে গিয়ে দাঁড়াল, চাচাকে সালাম দিল এবং উনার সামনে দিয়ে হাঁটতে শুরু করল। আর আমরা একটু দূরে উনার পিছন পিছন হাঁটতে শুরু করলাম কিন্তু কেউ ভয়ে সালাউদ্দিন কে ডাকতে সাহস পাসছি না। হটাৎ সাহস করে সুজি সালাউদ্দিন বলে ডাক দিল (এই সালাউদ্দিন ... এই সালাউদ্দিন ......)। চাচা পিছন ফিরে তাকাল। আমরা সবাই চুপ। আবার সুজি জোরে জোরে এই সালাউদ্দিন ... এই সালাউদ্দিন ...... বলে ডাকতে লাগল। এইবার চাচা একটু রাগী চোখে তাকাল। এই ভাবে ২-৩ দিন চলতে থাকল।

বিশেষ বিজ্ঞপ্তি

- Pulak


কারো পারসোনাল ইস্যু নিয়ে খোঁচানো বোধ হয় কারো ই উচিত না, যদি কেহ এই রকম কাজ করেছে বলে আপনার মনে হয় অথবা কারো কমেন্ট শালীনতার বাহিরে চলে গেছে বলে আপনার মনে হয় তাহলে তৎক্ষণাৎ নিচের দেওয়া অনুসারে কমেন্ট সহ পেজ এর SCREENSHOTS বা ছবি নিয়ে রাখিবেন এবং এডমিন কে রিপোর্ট আকারে মেসেজ এ পাঠাবেন--

হে "সি.এস.এম কলোনী"

- Raju RB Siddique

হে "সি.এস.এম কলোনী" ®
তোমাকে লক্ষ করে
এখনি রচিত হোক শত কবিতা
এখনি করবো পাঠ মোরা ভাইয়েরা
উপলক্ষ যাই হোক
মোদের কবিতা শুধু
তোমাকে লক্ষ করে
হে ........কলোনীবাসীরা ®

সকাল সকাল ঘুমায় যারা

- Mahmudur Rashid Paluk


সকাল সকাল ঘুমায় যারা
সকাল বেলায় উঠে
সব কিছুতে বড় হবে
মিথ্যে যে নয় মোটে
রাত বিরাতে আড্ডা দেওয়া
শইরের জন্য খারাপ
চা খাওয়াও হইছে দেখি
স্পট সেই আনসার ব্যারাক
নোয়াখালী আর শুদ্ধ ভাষা
মিলাইয়া করছেন গুরুচন্দালী
১০০% নোয়াখাইল্লা টিনকু ভাইচা
মাইন্ড খাইছে এবনরমালী

দুই

- Javed


দুই
--------
দু' কদম হেঁটেই যখন
সহস্র মাইলের সহযাত্রী।
দু' ফোঁটা অশ্রু যখন
দুই সমুদ্র জল।
হেলা ভরা দুটা কথা যখন
চামড়ায় বাঁধানো মহাকাব্য।
দুটো হাতের স্পর্শ যখন
শ্বাসরুদ্ধ আলিঙ্গন।
দুটো নির্জন ঘণ্টা যখন
দুই পল স্থায়ী মাত্র।

“ যদি থাকে নসিবে............ “


এই ছবির রাস্তার দিকের দেয়ালের সাথে লাগালো একটা পেপে গাছ ছিলো, গাছটা ছিলো লম্বা আর দেয়ালের ভিতরে কিন্তু মাথাটা ছিলো দেয়ালের বাহিরে বাঁকানো / টা পেপে পেকে টস-টসে হয়ে আছে, যার গাছ তারও কোন খোজ খাবর নাই !! এভাবে কেউ এতদিন ধরে পাকা পেঁপে গাছে রাখে !!! অনেকদিন থেকে চোখে পড়ছিলো কিন্তু সিস্টেম করা যাচ্ছিলো না কোনভাবেই !!! গাছটা এমন একটা পজিশনে ছিলো বাহির থেকেও পাড়া যাচ্ছিলো না ( কারন রাস্তার সঙ্গে ), আর ভিতর থেকে পাড়ারতো প্রশ্নই আসে না

সিএনজি পাম্পে

- Atiq CSM

সিএনজি পাম্পে
ইয়া বড় লাইনে
চিন্তায় গেছি পড়ে
কাটবে কি মাইনে।
রাস্তায় এসে দেখি
জ্যামে জ্যামে সয়লাব
এভাবে বসে থেকে
হচ্ছেনা কোন লাভ।
লাভ লস পরে হবে
অফিসে যাওয়া চাই
সবখানের অবস্থা
ঠাই নাই ঠাই নাই।।

“ CSM পরিবার ”



নিজগুনে ক্ষমাপ্রার্থী যদি কেউ ভুলে যান,
আমাদের ছোট একটা কাজ ছিলো মনে কি আছে ভাইজান?
সবাই মিলে করবো বলে এক হয়েছি অনেকবার,
তবুও, কেন মনে করিয়ে দিতে হয় বুঝি না বারবার !!!

কাজটা যদিও বড় নয়, কিন্তু দায়িত্ব আছে অনেক,
আপনার যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে জোর করে কি হবে ?

CSM শুধু CSM নয়, বিশাল একটা পরিবার,
বেশী কিছু বলার নেই, ব্যাপারটা সম্পুর্ন’ই ব্যাক্তিগত বুঝার।
ইমোশনের মুল্য নেই, যদি না থাকে দায়িত্ব,

এভাবেই টিকে থাকে আজীবন বন্ধুত্ব।