Tuesday, September 22, 2015

সকাল সকাল ঘুমায় যারা

- Mahmudur Rashid Paluk


সকাল সকাল ঘুমায় যারা
সকাল বেলায় উঠে
সব কিছুতে বড় হবে
মিথ্যে যে নয় মোটে
রাত বিরাতে আড্ডা দেওয়া
শইরের জন্য খারাপ
চা খাওয়াও হইছে দেখি
স্পট সেই আনসার ব্যারাক
নোয়াখালী আর শুদ্ধ ভাষা
মিলাইয়া করছেন গুরুচন্দালী
১০০% নোয়াখাইল্লা টিনকু ভাইচা
মাইন্ড খাইছে এবনরমালী

No comments:

Post a Comment