- Pulak
কারো পারসোনাল ইস্যু নিয়ে খোঁচানো বোধ হয় কারো ই উচিত না, যদি কেহ এই রকম কাজ করেছে বলে আপনার মনে হয় অথবা কারো কমেন্ট শালীনতার বাহিরে চলে গেছে বলে আপনার মনে হয় তাহলে তৎক্ষণাৎ নিচের দেওয়া অনুসারে কমেন্ট সহ পেজ এর SCREENSHOTS বা ছবি নিয়ে রাখিবেন এবং এডমিন কে রিপোর্ট আকারে মেসেজ এ পাঠাবেন--
কারো পারসোনাল ইস্যু নিয়ে খোঁচানো বোধ হয় কারো ই উচিত না, যদি কেহ এই রকম কাজ করেছে বলে আপনার মনে হয় অথবা কারো কমেন্ট শালীনতার বাহিরে চলে গেছে বলে আপনার মনে হয় তাহলে তৎক্ষণাৎ নিচের দেওয়া অনুসারে কমেন্ট সহ পেজ এর SCREENSHOTS বা ছবি নিয়ে রাখিবেন এবং এডমিন কে রিপোর্ট আকারে মেসেজ এ পাঠাবেন--
SCREENSHOTS বা ছবি তুলার নিয়ম :
-----------------------------------------------
পিসি বা ল্যাপটপ থেকে হলে কমেন্ট সহ পেজ এ থাকা অবস্থায় কিবোর্ড এর PrtSc SysRq বাটন টি প্রেস করে Paint software টি ওপেন করে সেখানে PASTE (Ctrl+V) করুন।তারপর সেভ করে ফাইল টি পাঠিয়ে দিন ।
ANDROID Mobile থেকে SCREEN SHOTS নেওয়ার নিয়ম---
১)Press the Power button and Volume down key at the same time.
(পাওয়ার এবং ভলিঊম কী ( সাঊন্ড কমানোর কী) একসাথে চেপে ধরুন)
২) Press the Power button and Volume down key at the same time.
Remember to hold them until you hear a click or a screenshot sound.
( ক্লিক শব্দ না হওয়া পর্যন্ত চেপে ধরে রাখুন)
কাজটি হয়ে গেলেই গ্যালারী তে পেয়ে যাবেন আপনার SCREEN SHOTS ব্যাস পাঠিয়ে দিন।।
ধন্যবাদ সি এস এম।
No comments:
Post a Comment