Sunday, June 19, 2016

ইফতার পার্টি @ Chittagong


ইফতার পার্টি। সি এস এম কলোনীর সকল সদস্যদের নিয়ে আগামী ২৪.০৬.২০১৬ রোজ শুক্রবার ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার পার্টিতে সি এস এম কলোনীর সকল ভাইবোনদের উপস্হিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।সবার সম্মতিক্রমে স্হান নির্ধারন করা হয়েছে আগ্রবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের সামনে অবস্হিত হোটেল জামান'স। জাহেদ টিপুর পোস্টে যারা নাম মোবাইল নং দিয়ে আমাদেরকে উপস্হিতি নিশ্চিত করেছেন তারা সহ বাকীরা নাম মোবাইল নং বা সম্মতি সূচক বার্তা দিয়ে নিজেদের উপস্হিতি নিশ্চিত করুন। ইহা আমাদেরকে পুরো অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করবে। সবার প্রতি অনুরোধ সবাই যেন নিজ দায়িত্বে নিজের পরিচিত সি এস এম মেম্বারের কাছে এই সংবাদ পৌছে দেন। সবার উপস্হিত আমাদের আগামীদিনের অনুপ্রেরনা হয়ে থাকবে।

No comments:

Post a Comment