Tuesday, December 15, 2015

নাংগা দৌড়...............................


লেখাটি পোস্ট করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম

নাংগা দৌড়...............................


আগেও একবার বলেছিলাম কলোনীতে রাতে কারেন্ট না থাকা মানে আমাদের মত বদ পোলাপানের জন্য চাঁন রাত, এমন এক চাঁন রাতে কয়েকজন বসে আছে সি টাইপ মাঠের পাশে। শুধুই গল্প গুজব হচ্ছে। আগের রাতে ডাব পাড়তে গিয়েে এদের মধ্যে একজন নিজেই গাছ থেকে পড়ে যাওয়ায় ওই রিস্কে আর কেউ যাচ্ছেনা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এমন সময় দেখা গেল সি ১১ এর এক বাসা থেকে থেকে প্রাইভেট কারে করে মেহমান বের হচ্ছে যারা ঘন্টা দুয়েক আগে ওই বাসায় এসছিলেন। 


মাথায় দুষ্ট বুদ্ধি এলো মাঠে বসে থাকা পোলাপান গুলোর মধ্যে, যেই গাড়িটি বিল্ডিং এর সামনে থেকে রাস্তায় উঠে আসলো অমনি ছেলে গুলো লুংগী কোমড়ের উপর তুলে গাড়ির সামনে নিরাপদ দুরত্বে দাড়িয়ে একটা দৌড় দিয়ে গেলো, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গাড়ির তীব্র হেডলাইটের আলোতে পোলাপান গুলো রে যা লাগছিলো না তখন !!!! হতভম্ব গাড়ির ড্রাইভার েএ দৃশ্য দেখে বোধ হয় মুর্ছা যাওয়ার মত অবস্থা্ । 

ভয়ে আর আতংকে ওই গড়ির ড্রাইভার হার্ড ব্রেক করে ব্যাক গিয়ার দিয়ে যে বাসা থেকে এসেছিলো সেখানে চলে গেলো। আর পোলাপান ও এক দৌড়ে ওই এলাকা ছেড়ে পগাড়পাড়। পরদিন শোনা গেলো যে যে বাসায় মেহমান রা এসেছিলো, ওই বাসার চাচা এই ঘটনার পরে নীচে নেমে হইচই করেছিলেন আর আতিক কাক্কুও কলোনীতে তখন নতুন এসেছেন, ব্যাপার টি বুঝে উঠতে তারও সময় লেগেছিলো। তবে পরে ঘটনার জন্য সন্দেহ টা ঠিক জায়গামতই করেছিলেন।

No comments:

Post a Comment