Monday, August 31, 2015

CSM Colony

- Mahabub Rasel

১) কলোনী গেট।
২) B Type বিল্ডিং ও খেলার মাঠ।
৩) ষ্টীল মিলস মেইন অফিস।
৪) ষ্টীল মিলস মেইন গেট।
৫) শহীদ মিনার ।



৬) জেক্স।

৭) কলোনীর পানির টাঙ্কি ।
৮) মেডিক্যাল ।
৯) অফিসার্স ক্লাব।
১০) খাল ও খাল পাড়ের রাস্তা।
১১ ) BH-1 ও খেলার মাঠ।
১২) কলোনি সাব স্টেশন ।
১৩) সাত্তার স্টোর।
১৪) স্টিল মিলস জামে মসজিদ।
১৫) ওয়ার্কার্স ক্লাব ও ৩ টা দোকান ( একটা ক্লাব এর ভিতরে )।
১৬) CSM স্কুল ও মাঠ।
১৭) স্টিল মিলস কবরস্থান।
১৮) CSM School স্টেজ।
১৯) কলোনি খালপাড়ের মাঠ।
২০) আনসার ব্যারাক ও দোকান।
২১) আনসার ব্যারাক এর যাবার সময় খালের উপরের ব্রীজ।
২২) নুর সাফার দোকান।
২৩) F-4 এর সামনের মাঠ ও মিনি পার্ক।
২৪) বুইজ্জার বাগান / মাঠ।
২৫) পলাশের দোকান।
২৬) বড় মাঠ।
২৭) E type এর মিনি মাঠ ( এখানে একটা স্লিপার ছিলো )।
২৮) নতুন মসজিদ এর পকুর।
২৯) নতুন মসজিদ।
৩০) “ C - Type “ এর খেলার মাঠ।

আর সবুজগুলো বেশীরভাগই আমাদের প্রিয় ডাব গাছ grin emoticon

কলোনীর পশ্চিম দিকে স্টিল মিলস বাজার, পূর্ব দিকে সাইলো এবং কর্ণফুলী নদী, উত্তর দিকে স্টিল মিলস ফ্যাক্টরি,দক্ষিন দিকে খাল পাড় বার্মা কলোনী ( মিয়ানমার না, হা হা হা )।

No comments:

Post a Comment