Thursday, December 17, 2015

"মুদ্রা-গুন"



আমাদের সবারই কিছু না কিছু "মুদ্রা-দোষ" আছে, একেক জনের একেক রকম মুদ্রা-দোষ। আসলে মুদ্রা-দোষ ছাড়া মানুষ হয় কিনা, এটাও একটা চিন্তার বিষয় !!!!

একটা ব্যাপার মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে, এইটাকে আমার একপ্রকার মুদ্রা-দোষ বলা যেতে পারে !!! ব্যাপারটা হলো, "মুদ্রা-দোষ" কি ছোট দোষ, নাকি বড় দোষগুলোকে বলা হয়? বিস্তারিত আমার পক্ষেও বলা সম্ভব না, তবে মুদ্রা-দোষ বলতে আমি যা বুঝি, মানুষ সবসময় যে কাজগুলো ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা নিজের অজান্তেই করে থাকে, এবং যে কাজটা নিজের অজান্তেই অভ্যাসে পরিনত হয়।


এই ধরনের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত অথবা অভ্যাসজনিত কাজটা খারাপ বা বিরক্তিকর হলেও আমরা যেমন তাকে মুদ্রা-দোষ বলি, ভালো হলেও মুদ্রা-দোষ নামেই অভিহিত করি !!! কারন মুদ্রা-গুন নামে কোন শব্দ সম্ভবত নেই !!!!
"মুদ্রা-গুন" নামে একটা শব্দ থাকা উচিত ছিলো বাংলায় grin emoticon

আমরা সবাই নিজেদের এইসব মুদ্রা-দোষ এবং মুদ্রা-গুন সম্পর্কে জানি। আজকে আমরা নিজেরাই বলবো,

আমাদের সেইসব " মুদ্রা-দোষ, মুদ্রা-গুন"

No comments:

Post a Comment