Friday, December 18, 2015

লিখার শুরুতে আতিক ভাই এবং মানিক ভাইয়ের কাছে মাফ চেয়ে নিচ্ছি



লিখার শুরুতে আতিক ভাই এবং মানিক ভাইয়ের কাছে মাফ চেয়ে নিচ্ছি।।কারন আমি নাকি তেল-গ্যাস মিশ্রিত লেখা লিখি।।আজকে লিখবো নিরু ভাইকে নিয়ে।।আমি তখন স্কুলে পড়ি।।কিন্তু কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেয়।।তবে বুঝি।।আমার বড় ভাই।।নাম ফারুক।।95ব্যাচ।।

বড় ভাইয়াও তখন স্কুলে পড়ে।।তো কলোনী একবার হঠাত করে ছেলে ধরার মানে অপহরণের উপদ্রব দেখা দিয়েছিল।।দু এক জন অপহরণের স্বীকারও বোধ হয় হয়েছিল।।সেই উপদ্রবে আমার বড় ভাইও পড়েছিল।।দু তিন জন লোক বড় ভাইকে ভাল ব্যবহার,,খাবার এবং কিছু টাকা দিয়ে বশ্ করলো এবং সময় দিল সন্ধ্যায় বড় ভাইকে নিয়ে ঘুরতে যাবে।।বড় ভাইতো মহা টেনশন।।কি করবে ভেবে পাচ্ছিল না।।


ঘটনা ক্রমে বিষয়টা নিরু ভাই সহ ওনার কিছু বন্ধুর কানে গেল এবং নিরু ভাই আমার বাবা এবং ভাইকে সান্ত্বনা দিলেন এবং বললেন কোন সমস্যা নেই বিষয়টা আমরা দেখছি।।যথারীতি সন্ধ্যা হলো এবং পার্টিরা আসলো।।তখন বড় ভাই ওদের চিনিয়ে দিল এবং সাথে সাথে নিরু ভাই সহ অন্যান্য বন্ধুরা তাদের নিয়ে গেল স্কুলের পাশে স্টেজের পিছনে।।পড়ে তাদের আচ্ছা মতো ধোলাই দিয়ে বিদায় করে দিল এবং ভাইয়াকে বললো তুমি বাসায় চলে যাও এবং কিছুদিন সাবধানে থেকো।।

নিরু ভাই ঘটনাটি হয়তো আপনার মনে নেই কিন্তু আমি এবং আমার পরিবার আজও আপনার কাছে কৃতজ্ঞ।।কারন ঐ দিন যদি আপনি আমার পরিবারের পাশে না দাঁড়াতেন তাহলে বোধ হয় আমি আমার ভাইকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম।।আপনাকে আল্লাহ্ দীর্ঘ দিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক।।আপনি আমাকে না চিনলে কি হবে,আমি আপনাকে ঠিকই চিনি।।

No comments:

Post a Comment