Friday, December 18, 2015

সাথে সাথে ফিরে গেলাম সেই ৮৮/৮৯ সালে


ইউটিউব এ অনেক পুরানো কিছু হিন্দি, ভারতীয় বাংলা ছবির অংশ বিশেষ দেখছিলাম, বিশেষ করে কেয়ামত সে কেয়ামত তাক, শাহেন শাহ, দিল, ম্যায়নে পিয়ার কিয়া, আফসানা পিয়ার কা অথবা অমর সংগী, গুরু দক্ষিণা। সাথে সাথে ফিরে গেলাম সেই ৮৮/৮৯ সালে, তখনও ঘরে ঘরে রঙিন টিভি আসেনি, লাক্সারিয়াস বিনোদন বলতে ভিসি আর এ ছবি দেখা, ভিসিয়ার ভাড়া করে আনা হতো, আর ২৪ ঘন্টার জন্য ক্যাসেট ভাড়া ছিলো সে আমলেই ২০ টাকা। মনে পড়ে মামার বাসা থেকে এক দেড় মাসের জন্য ভিসি আর আমাদের বাসায় এনে রাখতাম। রাত নয়টার পরে সিনেমা দেখা শুরু হতো, প্রতিবেশী দের আগমনে সরগরম থাকতো বাসা। খুব ফাইটিং সিনেমা পছন্দ করতাম, তবে কেয়ামত সে কেয়ামত তাক সে পছন্দ ঘুরিয়ে রোমান্টিক সিনেমার দিকে নিয়ে যায় তার সাথে সাথে জুহি চাওলাকে মনে ধরে যায় সারা জীবনের জন্য।

No comments:

Post a Comment