Saturday, December 19, 2015

১৭ তারিখ রাত প্রায় সাড়ে বারটায় চিটাগাং নামলাম


১৭ তারিখ রাত প্রায় সাড়ে বারটায় চিটাগাং নামলাম। আমি আর আমার সাথে আসা সাত জন প্রতিযোগী আর রেজা ভাই। বাসের শেষ স্টপেজ ছিল স্টেশন রোড। আমাদের নিতে আসলো সুজন আর জাভেদ। হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে ঘুমালাম।বুঝিনি যে পরের দিনটায় আমার সিএসেমের ভাইয়েরা বিশাল আয়োজন করে রেখেছেন। সকালে প্রথম গেলাম ফিরোজ শাহ কলোনি এক আপার সাথে দেখা করতে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। এর মাঝেই বের হলাম। জাভেদ থাকায় আমার খুব ভাল হল। ওকে আটকে রেখে দিলাম। 

ওখান থেকে ফিরে গেলাম আমাদের ডিবেট যেখানে হচ্ছে সেখানে। এরপর জাভেদ চলে গেল। আমি কিছুক্ষন ভেনুতে থেকে গেলাম সুজনের বাড়ি। চাচি বাসায় নেই,সুজন আমাদের জন্য বিশাল আয়োজন করে রেখেছিল। মাছ ভাজা,গরুর মাংস আর ডাল। মজা করে খেয়ে গেলাম বড়পুল এমএফসিতে,আমাদের মিটিং। 


এতদিন সবার সাথে ভারচুয়ালি কথা হত,কাল সবাইকে দেখলাম। কত কথা,শেষ হয় না। কাজের ত বটেই,অকাজেরও হয়েছে। ওখান থেকে গেলাম হোটেলে। একটু ফ্রেশ হয়ে আবার সিএসএম এর দলের সাথে গেলাম দাওয়াত খেতে বাবুর বাসায়। বাবুর বউ রেঁধেছিল ফুলকপি, বেগুন,টমেটো, আলু দিয়ে শুঁটকি মাছের ঝোল,মুরগি,সেইরকম মজার গরুর গোশত,সব্জি,মাছ ভাজি,ডাল। কোনটা ছেড়ে কোনটা খাই। ওখান থেকে বের হলাম রাত প্রায় বারটায়।


আজ এই অব্দি,কাল দিবো কাহিনির সবচেয়ে চুম্বক অংশ টুকু।

No comments:

Post a Comment