"কিছুটা অভিমান নিয়েই বলতে চাই, ভাই কেন তুমি এতদিন দূরে ছিলে,আমি যে তোমার অপেক্ষাই ছিলাম। অবশেষে এসেছ এই ছোট ভাই টির
কাছে। বুকের মাঝে জড়িয়ে ধোরে করলে আমায় আদর।"
সবাই ভাবছেন এটা আবার কি কথা। আসলে এতটা খুশি আর আবেগী হয়ে গেছি আজ, তাই না লিখে থাকতে পারলাম না। যাকে নিয়ে আজ আমার এই লেখা
আশা করি তিনি বুঝতে পারবেন।অন্ন্যদের কথা বলতে পারি না। সে সাথে বলতে চাই ভাইয়া এই
কথা গুলো মিথ্যা মনে করবেন না। এ কথাগুলো আমার না, মারা যাবার আগে এই কথা গুলো আমার বাবা আমাকে বলে গিয়েছিল।
যা আজ সরথি হল। আপনার সামনে বলতে পারিনি বলে, এখানে লিখলাম।যদি ভুল করে থাকি, ছোট ভাই আশা করি ক্ষমা করবেন। বাবার ২য় স্ট্রক হবার কিছু
দিন পর একদিন আমার সাথে বাজারে যাবে বলে কলোনীর ভেতর ঘুরতে যায়। হাটতে হাটতে বলতে
থাকে কিছু কথা। বাবা বলতে শুরু করে,তোদের জীবন টা
এমন হবে আমি ভাবিনি। তোদের জম্মটা এমন জায়গাতে হয়েছিল,যেখানে কিছু বাবা মা ছাড়া তেমন কেও তাদের সন্তান নিয়ে
চিন্তা করতো না।
এখানে চাচা,খালা,বিশেষ করে বড় ভাইদের আদর ভালবাসা আর সুশাসন এর কোন কমতি
চিলনা। ভাল কাজে উৎসাহ, খারাপ কাজে শাসন
এর মাধ্যমে বড় ভাইরাই ছোট দের উজ্জ্বল জীবনে নিয়ে যায়। অনেকের মত আমারও স্বপ্ন ছিল
আমার পড়া লেখা না থাকলে ও তোর বড় ভাইরাই তোর পাশে থাকবে। ভাগ্যের পরিহাসে স্বপ্ন
পূরুণ হলনা।আজ তোকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে আজ তোর পাশে কেউ নেয়।যদি এই কলোনি
থাকতো,তবে তোর আপনরা মুখ ফিরিয়ে
নিলেও তারা নিত না। কারন এটা সি,এস,এম কলোনি।এখানের মানুসের ভালবাসা অন্ন্য রকম। জানি তোকে
অনেক কঠিন দায়িত্ব দিয়ে,সাগরের মাঝ খানে
রেখে যাচ্ছি। আমাকে ক্ষমা করিস বাবা।আর একটা কথা মনে রাখবি তুই এই সি,এস,এম কলোনির সন্তান
,সততা,আর পরিশ্রমের সাথে,ধয্য ও বিশাস
নিয়ে কাজ করে যাইস। দেখবি একদিন এই কলোনীর ভাইরাই তোকে বুকে টেনে নিবে।সেদিন তুই
আর একা থাকবি না। তোর অনেক বড় ভাই থাকবে তোর পাশে। কথাগুলো বলে আমার হাত ধরে কলোনি
থেকে।হা কথা গুলো বাবা বলেছিল এলো মেলো ভাবে,নিজের ভাষায়,আর আমি সাজিয়ে লেখার
চেষ্টা করেছি মাত্র।
১৫ বছর পর ৩০শে অক্টোবর বাবু ভাই সি আর বি তে গিয়ে আমাকে জড়িয়ে ধরে,এত বছর পর আমি বড় ভাইয়ের ভালবাসা অনুভব করি।এর পর একে একে
পেতে থাকি সি এস এম কলোনির ভাইদের।যার অপেক্ষায় এতোদিন আমি ছিলাম। সর্বশেষ আজ আমি
এমন একজন ভাইয়ের বুকে মাথা রাখলাম,যিনি আমাকে বুকে
জড়িয়ে যে কথা বলেছে, সে কথা শোনার জন্য ১৫ বছর
আমি ছুটে চলেছি। আর এখন পর্যন্ত বাবার সেই কথাই মনে পরছে।বাবা তোমার কথাই যে আজ
সরথি হল।
অবশেষে শুধু এটা বলতে চাই" ভাইয়া চাইনা কোন টাকা কড়ি,চাইনা কোন গাড়ি।চাই শুধু ভালবাসা আর শাসন,রাখবে হাতটা ধরি।বাবাকে দেয়া কথা,আর পরিবারের সব দায়িত্ব যেন আপনাদের ছায়াতলে থেকে যেন
সম্পূণ করতে পারি।
ভুল কিছু হলে ক্ষমা করবেন আশা করি।
No comments:
Post a Comment