Thursday, October 15, 2015

ফ্ল্যাশব্যাক


ফ্ল্যাশব্যাকঃ 
মেজাজ খারাপের মাস,
খুব সম্ভবত নভেম্বর, 
বার্ষিক পরিক্ষা সামনে।
রাত ৭ টার মতো
মধুর কণ্ঠের এখনো মাঝে মাঝে কানে বেজে ওঠা,
মোয়াজ্জেম হুজুরের এশার আজান শুনতে শুনতে
বাসা থেকে বের হচ্ছি,
গন্তব্য বন্ধুর বাসা।

আজ ফুরফুরে মেজাজে আছি খুব
ফ্যাক্ট ১. বৃহস্পতিবার রাত
ফ্যাক্ট ২. বহু দিনের এক মন বাসনারে, আমার জীবন বাস্তবে যোগ করে, 
বাসনা তৃপ্তির সাধ নিয়ে বাসায় ফিরলাম।
বইলেন্না আর, পাশের কলিগ, 
মুখ দিয়ে তার ফেনা না বের হওয়া পর্যন্ত
অনবরত অর্থহীন সব কথা বলতে থাকে। 
বিপরীতে চুপ থেকে সমানে মাথা নারাতে থাকি।
শুধু অপেক্ষায় ছিলাম
সেই লেভেলের শব্দ ও গন্ধ যুক্ত একটি পাদের smile emoticon smile emoticon । 
ঠিক অফিস থেকে বের হওয়ার আগ মুহূর্তেই
তার মুখের সামনে বোম টা ব্লাস্ট করে(আপাদের মুখে এখন ইয়াক থু) 
সাথে সাথেই আমি বাসার অভিমুখে।
ও বেটা মানুষের বাচ্চা হলে,
আসছে এক মাস চুপ থাকবে।
রাত এখন ১১.৩০ টা, 
যাই একটু সি. এস. এম. পেইজ এ 
হেঁটে আসি।
ওরে খোদা!!!! 
ঝড় শুরু হয়ে গেছে 
@Iftee Nomi and @Suzan Hasnat ভাইদের পোস্ট এর নিচে হাসতে হাসতে চোখে জল আসা 
বৃষ্টির ফোটা সদৃশ কমেন্ট পরছে।
বোঝা যাচ্ছে ঝড় চলবে সারারাত......
ফ্ল্যাশব্যাকঃ 
হাটতে হাটতে প্রায় বন্ধুর বাসার কাছে আসতেই 
কানে শব্দ ভেসে আসছে 
অ্যা ভুত অ্যা ভুত অ্যা ভুত অ্যা ভুত
অ্যা ভুত অ্যা ভুত অ্যা ভুত অ্যা ভুত
তব্দা খেলাম!!!!!!
ঘটনা কি!!!!!
স্থির হয়ে দাঁড়ালাম।
এবার শুনছি
অ্যা বৃহস্পতি অ্যা বৃহস্পতি অ্যা বৃহস্পতি 
অ্যা বৃহস্পতি অ্যা বৃহস্পতি অ্যা বৃহস্পতি 
বুঝলাম পরীক্ষার প্রস্তুতি হিসেবে
জনৈক ভাইয়ের গ্রহের নাম মুখস্তকরণ চলছে।
অদ্ভুত সব অভিজ্ঞতা
মনে থাকবে অদ্ভুতভাবেই......
আহা জীবন! আহা জীবন!

No comments:

Post a Comment