Thursday, October 15, 2015

টিফিন বক্স


ছোটবেলায় আমার ছোটমামা বিদেশ থেকে এলে সুন্দর সুন্দর টিফিন বক্স নিয়ে আসতেন।কিন্তু স্কুলে যাওয়া আসা শুরু করলেও আমার তখন টিফিন আওয়ার ছিলনা বলে মা আমাকে ওই টিফিন বক্স গুলো নিতে দিতেন না।তখন ভাবতাম কখন ক্লাস থ্রি তে উঠব আর টিফিন আওয়ারে টিফিন বক্স নিতে পারব।একসময় ক্লাস থ্রি তে উঠলাম।কিন্তু ততদিনে আমার টিফিন বক্সের মোহ ছুটে গেছে।স্কুল ছুটি হয় ১২ টায়।তখন আবার যারা ক্লাস ফাইভে পড়ত তাদের ক্লাস শুরু হত ১২ টায়।ইশ! যদি ক্লাস ফাইভে উঠতে পারতাম, তাহলে সারা সকাল খেলা করে ১২ টায় স্কুল করতাম।আর বৃহস্পতিবার মাত্র দুই ঘন্টা পর ছুটি। আহ! কবে সেই দিন আসবে।তারপর ক্লাস ফাইভে উঠলাম।যে আশা ছিল এতদিন মনে,দুপুরের ঘুমের কারণে তাতে ধূলো পড়তে বেশিদিন লাগল না।ভাবলাম,ক্লাস টা ১২ টায় না হয়ে ১০ টায় হলে বাসায় গিয়ে বিশ্রাম করতে পারতাম।অবশেষ এ একদিন ক্লাস সিক্সে উঠে ১০ টায় ক্লাস শুরু হল।এবার কি করা যায়?কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।পেছনে ফিরে তাকাবার অবকাশ নেই।মনে হল,আর টিফিন বক্স লাগবেনা আমার,এ যেন যত মধুর ভুল ছেলেবেলার

No comments:

Post a Comment