Friday, April 8, 2016

ইস্পাত একাদশের অনেক খেলা দেখেছি আমি স্টেডিয়ামে


ইস্পাত একাদশের অনেক খেলা দেখেছি আমি স্টেডিয়ামে।স্কুলের টিফিন ফাকি দিয়ে স্টীলমিলের বাস করে খেলা দেখতে যেতাম।একবার চট্টগ্রাম আবহনীর সাথে স্টীলমিলের খেলা দেখতে গিয়াছিলাম।আবহনী ১-০ গোলে হেরেছিল।খেলা শেষ হওয়ার সাথে সাথে আবহনীর সমর্থকরা শুরু করে দিল ইট পাটকেল নিক্ষেপ। পুলিশ লাটিচার্জ শুরু করল।সেদিন আমিও পুলিশে লাঠির বারি খেয়েছিলাম ।আশিশ ভদ্র ইস্পাত এর খেলোয়াড়দের গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে দিয়েছিল।

No comments:

Post a Comment