Friday, April 8, 2016

পরীক্ষা নামক জিনিসটা বড়ই বিরক্তিকর


পরীক্ষা নামক জিনিসটা বড়ই বিরক্তিকর। জীবনে কোনোদিন ইচ্ছা নিয়ে পড়াশুনা করিনি। খুব বেশী ডিমান্ডিং মানুষ না আমি।অল্প কিছু কাছের মানুষ, আল্লাহ্‌কে ডাকার মত সুস্থ জীবন,কিছু গল্পের বই, লেখালেখি করার জন্য কাগজ-কলম আর ছোটখাটো একটা চাকরি হলেই আমার চলবে।লাখপতি হওয়ার ইচ্ছা আমার ছিলনা।সাড়ে তিন হাতের ঘরে এসব কিছুই নিয়ে যাবনা।তাই পড়াশুনাও সিরিয়াসলি করিনা।যদিও ভার্সিটি পরীক্ষায় কোনোদিন দ্বিতীয় হইনি।প্রতিবার পরীক্ষা আসার আগে মাথার মাঝ বরাবর ব্যাথা হয়।রাগ উঠে খালি।মেজাজ আকাশে থাকে। আরে ভাই,আমি যা শিখব তা আমি বাস্তবে এপ্লাই করে ভালো/খারাপ রেজাল্ট পাব।পরীক্ষা দেয়া লাগবে কেনো? যাই হোক,আগামী ১১ এপ্রিল থেকে ফাইনাল পরীক্ষা।৯ তারিখ পড়তে বসবো।সবার কাছে দোয়াপ্রার্থী।দোয়া করবেন মামা নানা ভাইয়া আপুরা।

শুভরাত্রি। 
যেতে যেতে কমুমামাকে ওয়েল্কাম বলে যাই।তোমাকে মিস করসিলাম মামা।

No comments:

Post a Comment