Thursday, April 7, 2016

ঢাকা শহরের রাস্তায় সবচেয়ে প্রতাপশালী ও বেত্তমিজ প্রজাতি হচ্ছে সিএনজি


ঢাকা শহরের রাস্তায় সবচেয়ে প্রতাপশালী ও বেত্তমিজ প্রজাতি হচ্ছে সিএনজি অটো রিক্সা ড্রাইভার। এমন ভাবে থাকে মনে হয় সিএনজি না প্লেন চালায়। আর কোথাও যাওয়ার কথা বললে তো এদের পার্ট হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্লেনের পাইলট এর মত। এদের কাছে গিয়ে কথা বলতে গেলে এমন ভাবে কথা বলে মনে হয় যেন ভিক্ষা চাইতে গেছি। বেশ কিছুদিন আগে মিটারে চলাচল শুরু হয়েছিল, এখন সেটা নিয়ে আবার পেখনা শুরু করছে ফাজিল গুলা। টাকা বাড়িয়ে দিব বলি তবুও যাবেনা। আর মিরপুরের কথা বললে এমন ভাবে না করে, মনে হয় মিরপুর ঢাকা শহরে না মংগল গ্রহে।ইচ্ছে করে কলোনির টাংকির তলায় নিয়ে একটা মুড়া দেই ইতর গুলারে। ধুরর!!! কি বলি এগুলা, আমাদের কলোনিটাই তো নেই।টাংকির তলা পাবো কই?

No comments:

Post a Comment