মাঝে মাঝে ভাবি এই যে কাউকে নিয়ে ভাল ভাল লিখা।এর পেছনে কি কারন। আমার এগুলো লিখার কি দরকার।এর শুরু কোথায়? প্রশ্ন গুলো র উত্তরে যা মাথায় এল তা হল এই,
আমি তখন নতুন ব্রাঞ্চ এ আসছি।তার কয়েক মাস পরে আমাদের অপারেশন ম্যানেজার বদলি হলেন।ভদ্রলোক আমাকে দেখতে পারতেন।আমি কিছু ভুল করলে আমাকে বকা না দিয়ে পাশের জনকে বকা দিতেন।এতই ভাল। উনার বিদায়বেলায় ম্যানেজার আমাকে প্রথমে বলতে দিলেন।আমি এত বেশি বলে ফেললাম উনার সম্পর্ক ভাল কথা, যে পরে আমার অন্য কলিগেরা বলতে লাগল," স্যার, আমি কি বলব,সব ত নিয়াজ বলে ফেলছে"। পরে অন্য কলিগ দের বিদায়ে র সময় আমার বক্তব্য শুনে স্যার বললেন, তোমাকে ত চুপচাপ দেখি,কিন্তু কারো বিদায়ের সময় মুখে ভাল কথা র খই ফুটে।
আরেক টা বিষয় হল পেপারে দেখি কোন তারকা নিয়ে ফিচার করলে সাংবাদিক রা তাকে এমন ভাবে তুলে ধরেন যেন তারকার কোন দোষ নেই।পাঠক তা পড়ে তারকা সম্পর্ক এ ইতিবাচক ধারনা লাভ করে,মনে পজিটিভ ইম্প্রেশন তৈরি হয়।এগুলো বোধহয় আমার কাউকে নিয়ে ভাল কথা (আপনারা যাকে বলেন তেল)লিখার পেছনের গল্প।
আজকে আতিক ভাইকে নিয়ে লিখলাম কিছু।এরপর আর কাউকে নিয়ে লিখার ইচ্ছা থাকলেও লিখব না।গত মাসে এত বেশি লিখেছি যে নিজেই অবাক হয়েছি।অন্য কিছু নিয়ে লিখলেও এই টপিক থেকে বেরিয়ে আসতে চাই।
ভাল থাকবেন আমার সকল ভাই বোন আর শুভাকাঙ্ক্ষী রা।
আজকে আতিক ভাইকে নি
No comments:
Post a Comment