Thursday, April 7, 2016

আমাদের এই পেইজের একটি মজার ও ভাল জিনিষ হচ্ছে হুমরি খেয়ে পড়া “লাইক এবং কমেন্টস” গুলো


আমাদের এই পেইজের একটি মজার ও ভাল জিনিষ হচ্ছে হুমরি খেয়ে পড়া “লাইক এবং কমেন্টস” গুলো। আমার অফিসিয়াল সব কাজ কম্পিউটারইজাড। কাজের ফাঁকে ফাঁকে ফেইসবুকে ডু মেরে পোষ্ট, লাইক ও কমেন্টস করি। প্রায় দু-আড়াই ঘন্টা ধরে খেয়াল করছি যে পোষ্ট বা কমেন্টস এর মাত্রা খুব কম। যখনই নিরুর মেয়ে ও রিমনের বউ মেরীর জন্মদিনের দু’টি পোষ্ট আসলো দেরী নাই হুমরি খেয়ে পড়তে লাগলো সবাই। মনে হয় যেন সবাই বরশি নিয়ে বসে আছে যখন মাছে টোপ দিলো তখনই টান তাও আবার বৃষ্টির মত। মানে নতুন কোন পোষ্ট আসলে ভাল রেসপন্স পায় এটা অবশ্যই ভাল দিক। আমি সবার প্রতি অনুরোধ করবো তোমরা লাইক ও কমেন্টসের পাশাপাশি পোষ্টও কর, প্রয়োজনে গঠনমূলক, শিক্ষনীয়, বিনোদনমূলক পোষ্টগুলো শেয়ার কর যাতে আমাদের পেইজটি প্রাণবন্ত থাকে। আমিতো মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্বের মতো। সবাই ভাল থাকুন।

No comments:

Post a Comment