Thursday, April 7, 2016

সকল সিএসএমের বড় আর ছোট ভাইবোনেরা আমাদের মনে আছে


সকল সিএসএমের বড় আর ছোট ভাইবোনেরা আমাদের মনে আছে নিশচয় প্রতি বছরের শেষে বাষিক পুরস্কার বিতরনি অনুষঠান হতো আমরা সবাই অনেক মজা করতাম।সকুল কত সুন্দর করে সাজানো হত। দিনটা অন্য রকম ভাল লাগতো।পুরস্কার বিতরনি অনুষঠান হতো রাতে।এখন সব ভাইবোনদের বলছি আমাদের সকুলে বিভিনন ইভেনট ছিল যেমন- খেলাধুলা,গান,নাচ,আব্ওি,নাটক বিতক আরও নানা রকম ইভেনট।এখানে অনেকে অংশগহন করে অনেক পুরস্কার পেয়েছেন।আপনারা সবাই সকুল লাইফের যে যত পুরস্কার পেয়ে তা আমাদের এ পেইজে সবাইকে জানান।তবে সত্যটা লিখতে হবে।কে কিসে তা উললেক করতে হবে।একদম শিশুক্লাস থেকে দশম ক্লাস পযন্ত। সবাইকে মনে করিয়েদিলাম আমাদের জীবনের সবচাইতে মধুর দিনগুলার কথা।


No comments:

Post a Comment