Thursday, April 7, 2016

ঝুমুর ঝুম ঝুম ৯৫ ব্যাচ

- Aslamuddin Mamun

কলোনীতে থাকতো এফ/ ৩ এ।আরশাদ ভাই ও আহসান ভাই এর বোন।
কলোনীতে দেখেছি কিন্তু কখনো কথা হয়নি।
পেজের মাধ্যমে কলোনী থেকে বের হওয়ার পর
আবার দেখা পাই বোনটিকে।
আড্ডা তে দেখা হয়েছে তবে কথা হয়নি।
বর্তমানে একটি স্কুলে শিক্ষিকা হিসেবে আছে।
বোনটি পেজে কমেন্ট লাইক দিয়ে থাকে সবার পোস্ট এ তবে, পেজে মাঝে ২/১ টি লিখা লিখেছে।সবাই আমাদের বোনটির জন্য দোয়া করবেন।
পরিশেষে - সব সময় এভাবে সিএসএম পেজের সাথে থাকিস বোন,আর মাঝে মাঝে কিছু পোস্ট করিস এখানে আমরা আমরাইতো।


No comments:

Post a Comment