Friday, April 8, 2016

যতটুকু মনে পড়ে পড়তাম ক্লাস ৫/৬ এ


যতটুকু মনে পড়ে পড়তাম ক্লাস ৫/৬ এ। ওই সময় দেখতাম কলোনিতে আচমকা কিছু পাগল বড় ভাইদের আবির্ভাব। তাদের চলাফেরা কেমন আজব লাগতো। তবে এর পেছনে যে জিনিসটির ভুমিকা প্রধান তা হল ব্যান্ড সংগীত এর প্রভাব। ওই সময় ব্যান্ড গান এমন জনপ্রিয় ছিল যা বলার অপেক্ষা রাখে না। দেখি ভাই বোন রা বলতে পরবেন (১)আপনি কোন ব্যান্ড গান পছন্দ করতেন? (২) আপনাদের কোন বন্ধুটি ব্যান্ড এর প্রভাবে আসক্ত হয়ে কেমন আচরণ করতেন?।(৩) নিজের কথা বলতে পারার সাহস আছে কিনা দেখি কোন ভাই ও বোনদের ? (৪) কেমন পেরা হত কলোনির মুরুব্বিদের?। (৫) এখন কেমন যাচ্ছে দিন? পাগলামি কি এখন আছে,তা হলেতো বো/ স্বামী পাশে থাকার কথা না।

No comments:

Post a Comment