Friday, April 8, 2016

৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট এর ধুম লাগে


৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট এর ধুম লাগে। স্টার স্পোর্টস ও ইএসপিএন চ্যানেলে এই সব টুর্নামেন্ট এর ম্যাচ গুলা সরাসরি সম্প্রচার করত। আমাদের বাসায় ডিশ কানেকশন ছিলোনা, তাই খেলা দেখার জন্য ছুটে যেতাম সুমন ভাই, লুনা আপা, মুনা দের বাসায় ( উনাদের বাবা রফিকুল মাওলা চাচা, D 1 E) আমাদের জন্য এ বাসার দরজা সবসময় খোলা ছিল,আমি ও আমার আব্বা ছিলাম নিয়মিত দর্শক, চাচা চাচী বা উনাদের ছেলে মেয়েরা কখনো বিরক্ত হতেন না, বরং কোন দিন খেলা দেখতে যেতে দেরী করলে ফোন করে খোজ নিতেন কেন দেরী করছি। নিজের ঘরের মত আন্তরিক পরিবেশে খেলা দেখতাম সেখানে। আমরা ছাড়াও কলোনির অনেকেই মুনা দের বাসায় খেলা দেখতাম। এখন আমার তেমন একটা খেলা দেখা হয়না, যাও দেখি তাতেও সুমন ভাইদের বাসায় খেলা দেখার সেই মজা পাইনা।

তারা আমাদের পরিবারের সুখ দু:খের পরম সাথী। আমাদের পরিবারের সাথে রয়েছে তাঁদের নিবিড় যোগাযোগ।
সময়ের আবর্তে পেশাগত ব্যস্ততায় উনাদের সাথে আমার ব্যাক্তিগত যোগাযোগ হয়তো কমে গিয়েছে, কিন্তু উনারা হয়তো জানেননা আমার অন্তরে উনারা আছেন পরম শ্রদ্ধা আর স্নেহে।

Farhana Muna
Rakiba Khanum Luna

No comments:

Post a Comment