Friday, April 8, 2016

আমি ছোট একটা সরকারি কলোনিতে থাকি


আমি ছোট একটা সরকারি কলোনিতে থাকি।সেটা কোন ভাবেই আমাদের কলোনির মত নয়।সেখানে আমি যখনি বাইরে যাই আমার পিছন পিছন কলোনির আন্ডা বাচ্চাদের গ্রুপটা থাকে।সেটা পুকুরের ঘাটলায় বসি আর রাস্তায় হাটি।তাদের যত অভিযোগ,ছোটখাট আবদার আমার পূরণ করতে হয়।আমি বিরক্ত নই কিন্তু আমার ভাবিরা বিরক্ত। তারা সবসময় বলে আপনি পারেনও।আমি হাসিমুখে বলি হ্যা আমি পারি কারন আমি সি,এস,এম কলোনির মেয়ে।যেখানে আমি শুধু বাবা,মা বা শুধু নিজের ভাই বোনের আদর পেয়ে বড় হয়নি।অনেক চাচা চাচি এবং ভাই বোনদের আদরে বড় হয়েছি।নিজের ছোট ভাই বোনেরও অভাববোধ করিনি।চাচা চাচিদের কাছ থেকে শিখেছি কি করে অন্যের সন্তান কেও এত আপন করে নিজের সন্তানেরর মতই ভালবাসা যায়।আমি জানি এটা শুধু আমার কথা নয়।আমাদের কলোনির সব ভাই বোনদের কথা।আমাদের সব ভাই বোনদের হয়ে আমি কলোনির সব চাচা চাচিদের প্রতি সম্মান জানাচ্ছি।আপনারা আমাদের জন্য দোয়া করবেন।আমি দুজন চাচির কথা না বলে পারছিনা।সিরাজ চাচা চাচি। চাচা আমায় স্কুলে দিয়ে আসতেন আর চাচির কাছেই আমার লিখতে শেখা।আর আমিনউল্লাহ চাচা চাচি।ওনারা আমায় মেয়ে কম বন্ধু মানেন বেশি।এখনো রান্না বা অন্যকিছুতে সমস্যায় পরলে প্রথম ফোন চাচিকেই করি।আপনারা এভাবেই আমাদের সবসময় ভালোবাসবেন।

No comments:

Post a Comment