Friday, April 8, 2016

এই পেজ টাকে যদি একটা দেশ হিসাবে কল্পনা করি


এই পেজ টাকে যদি একটা দেশ হিসাবে কল্পনা করি তাহলে সে দেশে নিশ্চয়ই একটা সরকার থাকা উচিৎ। একটা মন্ত্রী সভা অ থাকবে। তাই আমাদের সবার উচিৎ প্রধান মন্ত্রী, মন্ত্রী সিলেক্ট করা। 

আমি একটু এগিয়ে দিচ্ছি যেমন খাদ্য মন্ত্রী হিসেবে আমার মানিক ভাই কে পছন্দ। কারন উনি প্রায় সময় ফল, মাছ এইগুলো দিয়ে শুভ সকাল বা শুভ বিকেল জানান। আর সাস্থ্য মন্ত্রী হিসেবে এই পেজ এ একটিভ কোন ডাক্তার কে রাখা যায়। যে কিনা কেও যদি স্ট্যাটাস দেয় দাত ব্যাথা সাথে সাথে একটা ওষধের নাম দিয়ে দিবেন। Reajul Islam Shahin Khurshed Alam Manik Anisur Rahman Reza

No comments:

Post a Comment