Friday, April 8, 2016

রাত ১ টা, ১৯৯১ সালের ২৯শে এপ্রিল


রাত ১ টা, ১৯৯১ সালের ২৯শে এপ্রিল। সেই ভয়াল কালো রাত। এক জরিপে দেখা যায় যে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, আর প্রায় ১ কোটি মানুষ কোন না কোনভাবে আশ্রয়হীন হয়েছিলেন। প্রানহানীর দিক দিয়ে ১৯৭০ সালের পর সবচেয়ে বড় দূর্যোগ হিসেবে বিবেচিত ছিল এই ভয়াবহতা। এর পর ২০০৭ সালের সিডর ভয়াবহতার দিক দিয়ে আরো বেশি থাকলে্ও প্রানহানী ছিল তুলনামূলক বেশ কম। ঐদিন আমাদের পরিবারের সদস্যদের প্রাণ যে কিভাবে বেচেঁ ছিল সেই কথা মনে পড়লে মনের অজান্তে অশ্রুসিক্ত হই। আমার এক ছোট ভাই সম্ভবত লিটন ( নামটা ভূল হলে ক্ষমাপ্রার্থী , সংশোধন করে নিব ) সেই ভয়াল কালো রাতের অভিজ্ঞতার কথা তুলে ধরে পোষ্ট করার জন্য অনুরোধ করেছেন। আমিও আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আসছে ২৯শে এপ্রিল ,২৯শে এপ্রিলের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে পোষ্ট করুন, প্লিজ।

No comments:

Post a Comment