Saturday, August 29, 2015

Cricket Match: April 29 (C) Vs Batch 96


বড় মাঠে ক্রিকেট ম্যাচ হচ্ছে। সেমি ফাইনাল খেলা। আমি ছিলাম এপ্রিল ২৯ (সি) এর ১২ তম খেলোয়াড়। আমাদের টিম ক্যাপ্টেন ছিল মাসুম ভাই আর ৯৬ এর টিম ক্যাপ্টেন ছিল সুমন ভাই। কিন্তু মোটা বাবু ভাই ৯৬ এর হয়ে খেলছিল। ২৯ এর ওপেনিং ব্যাটসম্যান ছিল ৯৩ ব্যাচ (BH-1) এর সুমন ভাই। কিন্তু সেইদিন উনি অনুপস্থিত ছিল। কি কারনে জানি খেলতে পারেন নাই। ২৯ এর সবাই মিলে আমাকে খেলতে বলল। আমিও রাজি হয়ে গেলাম। তাও আবার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। টস এ জিতে ২৯ ব্যাটিং নিল। তুমুল প্রতিদন্দিতায় খেলা চলছিল। যখন আমার ব্যক্তিগত রান ছিল ৩৯ তখন মোটা বাবু ভাই বোলিং করতে আসল। মোটা বাবু ভাই এর ১ম বলে আমি একটা সিক্স মারলাম কিন্তু boundary তে ক্যাচ ধরা হল। শুরু হল ক্যাচ নিয়ে তর্ক বিতর্ক। এক গ্রুপ বলছে আউট আর অন্য গ্রুপ বলছে সিক্স। umpire রা সিদ্ধান্ত নিতে পারছিল না। আমি মাঠের মাঝখানে দাড়াই ছিলাম। এক পর্যায় অবস্থা মারামারি পর্যন্ত গড়াতে লাগল।


হটাত দেখি মোটা বাবু ভাই স্ট্যাম্প নিয়ে আমার দিকে ধেয়ে আসতিছে। উনি আমার দিকে তাকাই বলতেছিল অই তুই এখনও মাঠে দাড়াই আছস। তুই আউট। এখন ই মাঠ থেকে বাইর হ। আমি ভয়ে দৌড় দিয়ে মাঠের বাইরে চলে গেলাম। উনার ভয়ে আমি নিজেই নিজেকে আউট বলে মেনে নিলাম। পরে umpire রা সিদ্ধান্ত নিল আমি আউট। সবাই আমারে খুব বকাঝকা করল কেন আমি মাঠের বাইরে চলে আসলাম। বিশেষ করে ইউনুস ভাই, আতিক ভাই আমারে অনেক বকাঝকা করল।

ওইদিন আমি ভয়ে বলতে পারি নাই কেন আমি মাঠ থেকে দৌড়ে পালিয়ে আসছিলাম। আজ বললাম। সকল বড় ভাইদের কাছে আমি এই ঘটনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই ......।।


No comments:

Post a Comment